জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘শাপলা তো জাতীয় প্রতীক না। আমরা তো পানিতে ভাসমান শাপলা মার্কা হিসেবে চাইনি। পানিতে ভাসমান শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে। ব্যালটে থাকবে কী? আমরা যেভাবে চাচ্ছি, শুধু শাপলা থাকবে। পানিতে ভাসমান শাপলা থাকবে না।’
সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে এসে তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, ‘আমাদের আলোচনাটা ডেভেলপমেন্ট আছে কমিশনের সঙ্গে। আমরা আবার চিঠি দিয়েছি।
তারা আমাদের সঙ্গে এক ধরনের প্রতারণা করছে ওইটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যখন আলোচনা করতে যাই নিবন্ধন নেওয়ার আগে তখন তারা সিদ্ধান্ত নিল ১৫০টা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করবে। শাপলার কথাটা তখন থেকে এসেছিল। তারা বলেছিল এটা আমরা অন্তর্ভুক্ত করব।
নাগরিক ঐক্য তারাও এই প্রতীকটা চেয়েছে। এটা মার্কা হিসেবে আলোচনায় ছিল।’
তুষার আরো বলেন, ‘তারা আলোচনায় রাখবে বলে যখন নিবন্ধনের জন্য জমা দিলাম তখন আমরা শাপলা প্রতীক চাই। ওই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। পরবর্তী সময় সারা দেশে জুলাই পদযাত্রার মধ্যেও মানুষজন শাপলা নিয়ে আসছে কারণ তারা দেখেছে যে আমরা শাপলা চেয়েছি।
এখন এসে নির্বাচন কমিশন বলছে, এটা যেহেতু জাতীয় প্রতীক, এটা দেওয়া যাবে না।’
ইএ/টিকে