বলিউডের জনপ্রিয় ও বহুল আলোচিত অভিনেতা রণবীর কাপুর। আজ এই সুপারস্টারের জন্মদিন। ১৯৮২ সালে মুম্বাইয়ে জন্ম নেওয়া রণবীর আজ শুধু কাপুর পরিবার নয়, পুরো ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির শক্তিশালী এক নাম।
চোখে-মুখে সহজাত আকর্ষণ, পর্দায় উপস্থিত হলেই ভক্তদের হৃদয় কাঁপানো রণবীর কাপুর নিঃসন্দেহে তার প্রজন্মের সবচেয়ে বড় হার্টথ্রব। আধুনিক রোমান্স হোক কিংবা জটিল চরিত্র, সবখানেই তিনি অনন্য।
রণবীর কাপুরের বলিউড যাত্রা শুরু হয় সাওয়ারিয়া (২০০৭) দিয়ে। এরপর ওয়েক আপ সিড ও আজব প্রেম কি গজব কাহানি-তে তিনি তুলে ধরেন তারুণ্যের বিভ্রান্তি ও রোমান্টিক-কমেডি নায়ক রূপ। রকস্টার (২০১১) তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়, আর বরফি! (২০১২) তে তার অভিনয় বলিউডের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩)-তে হার্টথ্রব ইমেজ, তামাশা (২০১৫)-তে মানসিক জটিল চরিত্র, আর সাঞ্জু (২০১৮)-তে সঞ্জয় দত্তের জীবনীচিত্রে অসাধারণ রূপান্তর তার বহুমুখিতা প্রমাণ করে। সর্বশেষ ব্রহ্মাস্ত্র (২০২২)-এ সুপারহিরো চরিত্রে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ে যেমন বহুমাত্রিকতা, তেমনি ব্যক্তিত্বে রয়েছে অদ্ভুত এক ক্যারিশমা। ভক্তরা শুধু তাকে অভিনেতা হিসেবে নয়, বরং স্টাইল আইকন এবং বলিউডের চিরতরুণ রোম্যান্টিক হিরো হিসেবেও মনে রাখে।
৪৩ বছরে পা রাখতে যাওয়া রণবীর কাপুর প্রমাণ করেছেন তিনি কেবল কাপুর পরিবারের উত্তরাধিকারী নন, বরং নিজের চার্ম, প্রতিভা এবং অসাধারণ অভিনয় দিয়ে বলিউডের অন্যতম সেরা অভিনেতা ও সবার প্রিয় হার্টথ্রব
এবি/টিকে