দীর্ঘদিন পর ভারতের ত্রিপুরা রাজ্য থেকে সেদ্ধ চাল আমদানি শুরু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে মোট ৫০ টন চাল বাংলাদেশে প্রবেশ করেছে। এই চাল আগরতলা-আখাউড়া সীমান্ত অতিক্রম করে স্থলবন্দরে পৌঁছায়।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মক্কা ট্রেডার্স এই চাল আমদানি করেছে। প্রতি টন চালের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ মার্কিন ডলার। ত্রিপুরা রাজ্যের আগরতলার জগন্নাথ ট্রেডিং চালগুলো রপ্তানি করেছে।
আমদানি করা চাল বর্তমানে আখাউড়া স্থলবন্দরে রাখা হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও শুল্ক পরিশোধের পর কাস্টমস কর্তৃপক্ষ চালের ছাড়পত্র দেবে। এরপর চালগুলো চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হবে।
আখাউড়া স্থলন্দরে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিংয়ের দায়িত্বে থাকা মেসার্স আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, মক্কা ট্রেডার্স সেদ্ধ ও আতপ চাল আমদানির জন্য লেটার অফ ক্রেডিট (এলসি) খুলেছে। তিনি আশা প্রকাশ করেন, এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাড়লে ব্যবসায়ীসহ সরকার উভয়েই লাভবান হবে।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান জানান, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে চালের ট্রাক দুটি বন্দরে এসে পৌঁছেছে। শুল্ক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুতই চালের ছাড়পত্র দেওয়া হবে।
ইএ/টিকে