গ্রুপ পর্বের পর সুপার ফোর- ভারতের বিপক্ষে এক ম্যাচেও পাত্তা পায়নি পাকিস্তান। দলটির অধিনায়ক সালমান আলি আগার মতে, বেশি ভুল করা জিততে পারেননি তারা। তাই শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে কম ভুল করলে চ্যাম্পিয়ন হতে পারবেন বললেন পাকিস্তান অধিনায়ক।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার এশিয়া কাপের ফাইনালে লড়বে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে খেলা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সালমান বলেন, দুই দলের ওপরই থাকবে সমান চাপ।
“ভারত ও পাকিস্তান- দুই দলের ওপরই সবসময় অনেক চাপ থাকে, যখন তারা একে অপরের মুখোমুখি হয়। আমরা যদি বলি যে, কোনো চাপ নেই, তাহলে সেটি ভুল হবে। দুই দলের ওপরই সমান পরিমাণে চাপ থাকবে।”
গ্রুপ পর্বে পাকিস্তানকে মাত্র ১২৮ রানে আটকে রেখে সহজ জয় পায় ভারত। পরে সুপার ফোরে ১৭১ রানের পুঁজি পায় পাকিস্তান। কিন্তু সেটিও তাদের জয়ের জন্য যথেষ্ট হয়নি। অভিষেক শর্মার ঝড়ে অনায়াসেই জেতে ভারত।
সালমান মনে করেন, ওই দুই ম্যাচে বেশি ভুল করায় হেরেছেন তারা। তাই ফাইনাল ম্যাচে ভুল কম করে শিরোপা জেতার লক্ষ্য পাকিস্তান অধিনায়কের।
“তাদের চেয়ে আমরা বেশি ভুল করেছি, যে কারণে আমরা ম্যাচ জিততে পারিনি। আমরা যদি তাদের চেয়ে কম ভুল করি, তাহলে ম্যাচ জিততে পারব। যে দলই কম ভুল করবে, তারা জিতবে। আমরা কম ভুল করার চেষ্টা করব।”
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ১৫ ম্যাচের ১২টি জিতেছে ভারত। আর তিন ফরম্যাট মিলিয়ে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সবশেষ ৮ ম্যাচে জয় নেই পাকিস্তানের। তবে ফাইনালের আগে আশা হারাতে রাজি নন সালমান।
নিজেদের সেরা ক্রিকেট খেলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান অধিনায়ক।
“ইনশাআল্লাহ্ আপনারা আমাদেরকে জিততে দেখবেন। আমাদের চেষ্টা থাকবে সেরা ক্রিকেটটা খেলার। আমরা জানি, যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি এবং ৪০ ওভার নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে যে কোনো দলকে হারাতে পারি। আশা করি, সেটা করতে পারব।”
এমকে/এসএন