খেলোয়াড়রা দেশের জন্য লড়েন। অবসর পরবর্তী জীবন নিয়ে ক্রীড়াবিদদের অনেকেই সিদ্ধান্তহীনতায় ভোগেন। ক্রীড়াবিদদের অবসর পরবর্তী ক্যারিয়ার নিয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন "অ্যাথলেট ৩৬৫+" এক কর্মশালার আয়োজন করেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মাস্টার এডুকেটর শ্যারন স্প্রিংঙ্গার এই কোর্স পরিচালনা করেছেন।
এসএ গেমসে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছিলেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। বিওএ'র অ্যাথলেট কমিশনের এই সদস্য কর্মশালা নিয়ে বলেন, 'অবসর নেয়ার আগেই নিজের পরবর্তী ক্যারিয়ার কোন দিকগুলো কাজ করা যায় সেগুলো প্রশিক্ষক আমাদের উপস্থাপন করেছেন। পেশাদার জগতে খেলোয়াড়েরা কিভাবে নিজেদের অন্যদের চেয়ে এগিয়ে রাখতে পারেন সেই নির্দেশনাও দেখিয়েছেন।'
আমেরিকান প্রশিক্ষক শ্যারন বলেন, 'খেলোয়াড়দের সময়ানুবর্তিতা, শৃঙ্খলা অনেক বিষয় সাধারণ পেশাজীবীদের চেয়ে কোনো অংশে কম নয়। বরং তাদের স্কিল বেশি। তারা যেন নিজেদের সেভাবে আগে থেকে তৈরি করতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে- সেই দিকগুলো আমি দেখানোর চেষ্টা করেছি ৷ একজন অ্যাথলেট তার অর্জন, সাফল্যকে কিভাবে সুন্দর উপায়ে সিভি বা কাভার লেটার করবে সেটা দেখিয়েছি।'
বাংলাদেশের স্বর্ণজয়ী শুটার শাকিল আহমেদ কর্মশালা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এভাবে, 'ক্রীড়াবিদরা খেলার পাশাপাশি পেশাদার স্কিল যোগ করতে পারলে দেশে ও দেশের বাইরে কাজের সুযোগ রয়েছে। সেটা ক্রীড়াঙ্গন কিংবা ক্রীড়াঙ্গনের বাইরেও হতে পারে। এজন্য নিজেকে সিদ্ধান্ত গ্রহণ ও প্রস্তুত করতে কি প্রয়োজন সেটা আমরা জেনেছি।'
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন নিয়মিত সলিডারিটি কোর্স আয়োজন করে। তবে এবারই প্রথম ক্রীড়াবিদদের অবসর পরবর্তী জীবনের ক্যারিয়ার নিয়ে এমন উদ্যোগ নিয়েছে। অলিম্পিকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারী ৩৭ জন ক্রীড়াবিদ ৷ অলিম্পিকভুক্ত ডিসিপ্লিনের ফেডারেশনগুলো থেকে একজন নারী ও পুরুষ ক্রীড়াবিদের নাম চেয়েছিল বিওএ। শিক্ষাগত যোগ্যতা ও ফেডারেশনগুলোর পাঠানো নামের তালিকার ক্রীড়াবিদরা এতে অংশগ্রহণ করেন। দুই দিন ব্যাপী কর্মশালা শেষে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন।
এসএস/এসএন