আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

গত ২৪ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হতে না হতেই আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ১ অক্টোবর উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার ফলে সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, আগামী বুধবার (১ অক্টোবর) এর মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মহারাষ্ট্র ও আশপাশের এলাকায় অবস্থান করছে। তিনি জানান, লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়তে পারে।

তিনি আরও জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলক কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এ অবস্থায় আগামী বুধবার (০১ অক্টোবর) নাগাদ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

এতে বলা হয়, আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এই সময়েও দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে সোম, মঙ্গল ও বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া শুক্রবার (০৩ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ দু’দিনও সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ ছাড়া এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া চাঁদপুরে ২৮ মিলিমিটার, বান্দরবানে ২৬, কুমিল্লায় ১৯, নরসিংদীতে ১৪, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ এবং নোয়াখালীর মাইজদীকোর্টে ১১ মিলিমিটার বৃষ্টিপাতসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অনাবাসীদের হজ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা Sep 28, 2025
img
‘দাবাং’ পরিচালকের অভিযোগ নিয়ে মুখ খুললেন সালমান Sep 28, 2025
img
খাগড়াছড়িতে হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ Sep 28, 2025
img
ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে ভারত Sep 28, 2025
img
ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়ে ফেলেছে: রুহুল কবির রিজভী Sep 28, 2025
img
জুবিন নেই, আসামে থমকে গেছে পূজা উৎসবের উচ্ছ্বাস! Sep 28, 2025
img
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি: নাহিদ Sep 28, 2025
img
ব্যাংকের টাকা লোপাটকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর বার্তা Sep 28, 2025
img
কাশিমপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে Sep 28, 2025
img
জেন-জি আন্দোলনে শহীদদের জয় উৎসর্গ করল নেপাল Sep 28, 2025
img
৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক Sep 28, 2025
img
যুবলীগের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন গ্রেপ্তার Sep 28, 2025
img
প্রাণহানির ঘটনায় থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা Sep 28, 2025
img
সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী আলিয়া ভাট Sep 28, 2025
img
ইসিকে মেরুদণ্ড শক্ত করার তাগিদ নাগরিক সমাজের Sep 28, 2025
img
২১ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে : সিইসি Sep 28, 2025
img
এবার হজে বিমান ভাড়া আরও কমল Sep 28, 2025
img
যুক্তরাষ্ট্রে ‘অপ্রীতিকর’ পরিস্থিতির মুখোমুখি গায়িকা আতিয়া আনিসা Sep 28, 2025
img
মাইক্রোসফটের বৈশ্বিক জনসংযোগ প্রধান লিসা মোনাকোর অপসারণ চান ট্রাম্প Sep 28, 2025
img
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ অক্টোবর Sep 28, 2025