দরজায় কড়া নাড়ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের মাটিতে শুরু হবে টুর্নামেন্টটি। যেখানে অংশ নিচ্ছে মোট ৮টি দল। রাজনৈতিক কারণে এবারের আসরে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করে হচ্ছে। বাকি ম্যাচগুলো ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। লিগপর্ব শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।
বাংলাদেশ নারী দল এরই মধ্যে দেশ ছেড়ে প্রথম ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় অবস্থান করছে। বাংলাদেশ নিজেদের ঝালাই করে নিতে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছে। প্রথম ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ রানে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।
একনজরে বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের ম্যাচসূচি:
২ অক্টোবর
বাংলাদেশ বনাম পাকিস্তান
কলম্বো
দুপুর সাড়ে ৩টা
৭ অক্টোবর
বাংলাদেশ বনাম ইংল্যান্ড
গোয়াহাটি
দুপুর সাড়ে ৩টা
১০ অক্টোবর
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
গোয়াহাটি
দুপুর সাড়ে ৩টা
১৩ অক্টোবর
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
বিশাখাপত্তম
দুপুর সাড়ে ৩টা
১৬ অক্টোবর
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
বিশাখাপত্তম
দুপুর সাড়ে ৩টা
২০ অক্টোবর
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
ডি ওয়াই পাতিল
দুপুর সাড়ে ৩টা
২৬ অক্টোবর
বাংলাদেশ বনাম ভারত
ডি ওয়াই পাতিল
দুপুর সাড়ে ৩টা
এসএস/এসএন