বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৫টা পর্যন্ত। যেখানে গতকাল ৬০টি মনোনয়নের বিপরীতে মনোনয়ন জমা পড়েছে ৫১টি। আজ মনোনয়নপত্র জমা দেননি পরিচালক পদের আলোচনায় থাকা ব্রাদার্স ইউনিয়নের ইশরাক হোসেন।
এছাড়া বিসিবির বর্তমান পরিচালক এবং কাকরাইল বয়েজ ক্লাবের কাউন্সিলর সালাহউদ্দিন চৌধুরীও মনোনয়ন জমা দেননি। ঢাকার ক্লাব থেকে সবমিলিয়ে ৩০টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এর মধ্যে ক্যাটাগরি ১ থেকে (জেলা বিভাগ) জমা পড়েছে ১৫টি মনোনয়ন।
যেখানে দেখা গেছে খুলনা থেকে ২টি মনোনয়ন জমা পড়েছে। এই বিভাগ থেকে দুজন পরিচালক হবেন। ফলে আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা বিভাগ থেকে পরিচালক হতে যাচ্ছেন। সিলেট বিভাগ থেকে জমা পড়েছে ১টি, ফলে রাহাত শামস হতে যাচ্ছেন সিলেটের নতুন পরিচালক।
এদিকে বরিশাল বিভাগ থেকেও মনোনয়ন জমা পড়েছে ১টি। ফলে সাখাওয়াত হোসেন হতে যাচ্ছেন এই বিভাগের নতুন পরিচালক। চারজনের জমা দেওয়া মনোনয়ন বৈধ হলেই কেবল বিসিবির পরিচালক হয়ে যাবেন তারা। এছাড়া রাজশাহী বিভাগ থেকে ৪টি, রংপুর বিভাগ থেকে ৩টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৪টি, এবং ঢাকা বিভাগ থেকে ৩টি করে মনোনয়ন জমা পড়েছে।
এর আগে গতকাল ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন করে মনোনয়ন নেন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩ জন।
এসএস/এসএন