পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে তারা শিরোপা নেয়নি এদিন। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে পুরষ্কার নেয়ার কথা ছিল ভারতের। তবে তারা সেই পুরষ্কার বয়কট করেছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপনায় থাকা সাইমন ডুল এই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, 'এসিসি আমাকে জানিয়েছে যে ভারতীয় ক্রিকেট দল আজ রাতে তাদের পুরস্কার গ্রহণ করবে না। তাই এই মুহূর্তে পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশন শেষ হলো।' এরপর ভারতীয় দল ট্রফি ছাড়াই উদযাপন শুরু করে। নিজেদের মধ্যে এশিয়া কাপের শিরোপা জয়ের আনন্দ উপভোগ করে নেন দলটির ক্রিকেটাররা।
পাকিস্তান দল অবশ্য রানার্স আপ হিসেবে নিজেদের পুরষ্কার গ্রহণ করেছে। এরপর দলটির অধিনায়ক সালমান আলী আঘা বলেন, 'এ মুহূর্তে মেনে নেওয়া কঠিন (হার)। ব্যাটিং করতে গিয়ে আমরা উইকেট হারিয়েছি, বল হাতে দুর্দান্ত ছিলাম কিন্তু বোর্ডে যথেষ্ট রান ছিল না। আমরা স্ট্রাইক রোটেট করতে পারিনি এবং অনেক বেশি উইকেট হারিয়েছি। খুব দ্রুত আমাদের ব্যাটিং ঠিক করতে হবে। তারা অসাধারণ বোলিং করেছে, ভারতের দরকার ছিল ৬ ওভারে ৬৩ রান, তখন আমার মনে হয়েছিল খেলা আমাদের হাতেই আছে। কিন্তু ব্যাটিংই আমাদের ম্যাচটা হারিয়েছে।'
পাকিস্তানের ক্রিকেটাররাও একে একে রানার্স আপ মেডেল গ্রহণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে। এরপর টুর্নামেন্ট সেরার পুরষ্কার গ্রহণ করেছেন অভিষেক শর্মা। আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরষ্কার জেতেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। এরপরই ভারতের হাতে শিরোপা তুলে দেয়ার কথা ছিল মহসিন নাকভির। তারা সেই পুরস্কার গ্রহণ করেনি।
মূলত ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধের প্রভাবে দুই দলের সম্পর্ক এখন তলানিতে। এশিয়া কাপে তিনবার একে অপরের বিপক্ষে খেললেও ভারতের ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সংস্পর্শ এড়িয়ে গেছেন। ম্যাচ শেষও তারা হাত মেলাননি কারো সঙ্গে। এবার এশিয়া কাপের শিরোপা নিতে অস্বীকৃতি জানিয়ে ভিন্ন এক উদাহরণ তৈরি করেছে ভারত। এরপর অবশ্য ভারতীয় ক্রিকেটাররা শিরোপা ছাড়াই উদযাপন করেছেন।
পিএ/টিএ