গতকাল (২৭ সেপ্টেম্বর) অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হারের পর টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কা জাগে রিয়াল মাদ্রিদের। সেই শঙ্কা রোববার (২৮ সেপ্টেম্বর) বাজতবে রূপ নিয়েছে। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছে বার্সেলোনা।
অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় কাতালান ক্লাবটি।
ম্যাচের ৩১তম মিনিটে রিয়াল সোসিয়েদাদকে এগিয়ে দেন আলভারো ওড্রিওজোলা। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে কুন্দের গোলে সমতায় ফেরে বার্সা। কর্নার থেকে গোল করেন ফরাসি এই ডিফেন্ডার।
দ্বিতীয় হাফের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ৫৯তম মিনিটে লেভানডোভস্কি বার্সেলোনাকে লিড এনে দেন। এরপর আরও দুইটি গোল প্রায় হয়েই গিয়েছিলো। তবে বারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮। আর ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে রয়েছে রিয়াল সোসিয়েদাদ।
পিএ/টিএ