পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে ম্যাচশেষে অভূতপূর্ব এক ঘটনার জন্ম দেয় ফাইনাল, চ্যাম্পিয়ন হলেও ভারতীয় দলের হাতে ওঠেনি ট্রফি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি, তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় সূর্যকুমার যাদবের দল। ফলে ভারতীয় খেলোয়াড়দের হাতে ওঠেনি না ট্রফি, না বিজয়ী মেডেল।
অভূতপূর্ব এই ঘটনার পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, এমন কিছু তিনি জীবনে দেখেননি।
খেলা শেষে সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমি ক্রিকেট খেলা শুরু করার পর থেকে কিংবা ক্রিকেট অনুসরণ করার পর থেকে কখনো দেখিনি যে চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয় না। আমরা সেটা প্রাপ্য ছিলাম। এর বেশি কিছু বলব না। আমার কাছে আসল ট্রফি হচ্ছে আমার ড্রেসিংরুমে বসে থাকা ১৪ জন সতীর্থ আর আমাদের সাপোর্ট স্টাফ।’
ভারত অধিনায়ক আরো জানান, এশিয়া কাপে তার অংশগ্রহণ থেকে পাওয়া ম্যাচ ফি ভারতীয় সেনাবাহিনীকে দান করবেন। এর আগে পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বে ভারতের প্রথম জয়টি তিনি উৎসর্গ করেছিলেন পেহলগাম সন্ত্রাসী হামলার নিহতদের ও সেনাদের।
খেলা শেষ হওয়ার দেড় ঘণ্টা পর মধ্যরাতে ভারতের খেলোয়াড়রা মঞ্চে উঠে নিজেদের মতো করে উদযাপন করেন।
এ নিয়ে সূর্যকুমার মজা করে বলেন, “আমরা দেড় ঘণ্টা ধরে উদযাপনের জন্য অপেক্ষা করছিলাম। আমি দেখেছি ‘চ্যাম্পিয়নস’ লেখা ব্যানার মাঠে আসল, আবার চলে গেল। সেটাও দেখা হলো।”
সংবাদ সম্মেলনে এক পর্যায়ে এক পাকিস্তানি সাংবাদিক সূর্যকুমার ও ভারতীয় দলের আচরণকে রাজনৈতিক বলে অভিযুক্ত করে প্রশ্ন তুললে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। তবে ভারতীয় মিডিয়া ম্যানেজার প্রশ্নটি গ্রহণ না করলেও সূর্যকুমার হেসে জবাব দেন, ‘গুস্সা হো রাহে হো আপ (আপনি তো রেগে যাচ্ছেন)।’
যখন তাকে প্রশ্ন করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কি আগে থেকেই এসিসিকে ইমেইলে জানিয়েছিল যে দলটি নাকভির কাছ থেকে ট্রফি নেবে না—তখন সূর্যকুমার জানান, ‘আমরা মাঠেই এই সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না।’
এমআর/টিকে