পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ ভারতীয় ক্রিকেট দলের তীব্র সমালোচনা করেছেন। এশিয়া কাপে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি।
এক্স পোস্টে লতিফ লিখেছেন, ‘এশিয়া কাপ ট্রফি এবং পুরস্কার এসিসি চেয়ারম্যানের কাছ থেকে গ্রহণে অস্বীকৃতি জানানোয় ভারতীয় ক্রিকেট দলের প্রার্থিতা স্থগিত করা উচিত আইসিসির। অন্য কোনো খেলায় এটি সহজেই সমাধানযোগ্য ঘটনা হতো।
তবে তিনি শঙ্কা প্রকাশ করেছেন যে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে কি না। তিনি বলেন, ‘আইসিসি চেয়ারম্যান, সিইও, সিএফও, কমার্শিয়াল চিফ এবং ইভেন্টস ও কমিউনিকেশন প্রধান সব ভারতীয় হওয়ায় স্থগিত হওয়া সম্ভব নয়।’
লতিফ ঘটনাটিকে ‘ক্রিকেটের জন্য এক কালো দিন’ আখ্যা দিয়েছেন এবং ভারতকে ‘জেন্টলম্যানস গেমের আত্মা লঙ্ঘন করেছে’ বলে অভিহিত করেছেন। তিনি ক্রিকেট নৈতিকতা রক্ষায় কড়া পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠান চলাকালীন ভারতীয় দল তাদের বিজয়ীদের মেডেল ও এশিয়া কাপ ট্রফি গ্রহণ করেনি। সূত্র অনুযায়ী, ভারতীয় দল নাকভির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানায়।
এবি/টিএ