স্ত্রীর ক্যান্সারের খবর পেয়ে অনুপম ক্যারিয়ার ছেড়ে পাশে দাঁড়ান

দশকের পর দশক ধরে যার অভিনয়শৈলী দর্শকদের হৃদয় জয় করে চলেছে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনুপম খের। পর্দায় তিনি যেমন অসংখ্য চরিত্রে প্রাণ দিয়েছেন, তেমনই বাস্তব জীবনেও তিনি অনন্য উজ্জ্বল একজন স্বামী হিসেবে। অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা কিরণ খেরকে বিয়ে করেন তিনি। যুক্তরাষ্ট্রে যখন অভিনেতা তার সফল শো করছিলেন তখনই তিনি জানতে পারেন তার স্ত্রীর ক্যান্সার হয়েছে। এরপর তিনি সব ছেড়ে স্ত্রীর কাছে চলে আসেন।

জুম-এর সঙ্গে একান্ত আলাপচারিতায় অনুপম খের তার জীবনের কিছু কঠিন সময় নিয়ে কথা বলেন। তরুণ প্রজন্মের জন্য সফল সম্পর্কের কিছু মূল্যবান পরামর্শও দিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। যখন তার স্ত্রী কিরণ খের ক্যান্সারে আক্রান্ত হন।

অভিনেতা বলেন, ‘মানুষকে চেনা যায় তার কঠিন সময়ে নেওয়া সিদ্ধান্ত দিয়ে, ভালো সময়ে নয়। তখনই চরিত্রের আসল রূপ প্রকাশ পায়, তখনই বোঝা যায় আপনি কতটা দৃঢ়। কেউ জানে না, আমি এই পরিস্থিতিতে কীভাবে আচরণ করব, কারণ আপনি জানেন না, জীবনের বা সম্পর্কের কোন মোড়ে কী অপেক্ষা করছে। আপনি পরের মুহূর্ত জানেন না।
কিন্তু আমি সব সময়ে বলি, কঠিন সময়ে আপনি কীভাবে আচরণ করেন, কীভাবে প্রতিক্রিয়া দেন— সেটাই ঠিক করে আপনি কেমন মানুষ।’

তিনি আরো বলেন, ‘কিরণ আর আমি আমাদের বিবাহিত জীবনের ৪০ বছর পূর্ণ করেছি। আমরা সব সময়ে একসঙ্গে ছিলাম না, কিরণ ১০ বছর এমপি ছিল, তাই ও যেত-আসত। আমি তখন আমেরিকায় নিউ অ্যামস্টারডম নামে একটি সফল শো করছিলাম, যার তিনটি সিজনের এক্সটেনশনও পেয়েছিলাম। তৃতীয় সিজন শুরু করার সময় জানতে পারি, কিরণ মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত।

তখনই আমার প্রথম প্রতিক্রিয়া ছিল আমার ওর পাশে থাকা উচিত। আমি ডাক্তার নই, কিন্তু আমি বলেছিলাম, তবুও আমি আসব। ও বলেছিল, এসো। স্বাভাবিকভাবেই ও বিধ্বস্ত ছিল, কারণ এই শব্দটাই ভয়ঙ্কর। আমি বলেছিলাম, না, আমি এই শো ছেড়ে দেব।’

সুখী ও সফল সম্পর্কের জন্য অনুপম খেরের মন্ত্র, ‘সম্পর্কে সাহস খুব গুরুত্বপূর্ণ, কারণ সাহসই ঠিক করে আপনি কী সিদ্ধান্ত নেবেন। পেশাগতভাবে, ওই শো-তে থাকা আমার জন্য বিশাল ব্যাপার ছিল। আর্থিকভাবে, সেটাও বড় সিদ্ধান্ত ছিল। আমার স্বপ্ন ছিল আন্তর্জাতিক অভিনেতা হওয়া এবং ওই শো তা পূরণ করতে পারত। কিন্তু আমার কাছে ফিরে আসা ছিল আরও গুরুত্বপূর্ণ। আমি ফিরে এসে শুধু ওর পাশে বসে থাকিনি, কিন্তু এটা এমন কিছু যা একজন স্বামী হিসেবে করা উচিত।’

এরপর তিনি আরো যোগ করেন, ‘আমার আর কিরণের সম্পর্ক গভীর শ্রদ্ধার। ভালোবাসা তো আছেই, কিন্তু যখন আপনি ৪০ বছর ধরে কারও সঙ্গে বিবাহিত, সেটা এক অসাধারণ অনুভূতি। সেটা এক শক্তির অনুভব। কখনো কখনো ওকে শক্তি দিতে হয়, আবার ও বহু বার আমাকে শক্তি দিয়েছে আমার খারাপ সময়গুলোতে। এটা খুব স্বাভাবিক একটা বিষয়।’

প্রসঙ্গত, অনুপম খের ও কিরণ খের ১৯৮৫ সালে ২৬ অগস্ট বিয়ে করেন। এর আগে অভিনেত্রী মধুমতী কাপুরকে বিয়ে করেছিলেন অনুপম খের। আর কিরণ খেরের প্রথম স্বামী ছিলেন গৌতম বেরি।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সাকিবকে নিয়ে শহীদ সৈকতের বোন সেবন্তীর ফেসবুকে মন্তব্য Sep 29, 2025
img
সংখ্যালঘু শব্দই থাকা উচিত নয়, রাষ্ট্রের মালিক সবাই: শিশির মনির Sep 29, 2025
img
আওয়ামী লীগের অনলাইন বৈঠক ঠেকাতে টেলিগ্রাম ও বোটিমের নিয়ন্ত্রণ নিবে সরকার Sep 29, 2025
img
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পিএসের ১১৪টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ Sep 29, 2025
img
সাকিব আল হাসান বিষয়ে ডিবির মন্তব্য নিয়ে মুখ খুললেন মেঘনা আলম Sep 29, 2025
ভারতের মাটিতে প্রকাশ্যে এলো আওয়ামী আস্তানা Sep 29, 2025
গির্জায় প্রবেশ করে হামলা চালালেন সাবেক মার্কিন সেনা Sep 29, 2025
img
জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই : হাফিজ উদ্দিন Sep 29, 2025
img
ফেসবুক পোস্টে সাকিবকে নিয়ে মন্তব্য করেন সাদিক কায়েম Sep 29, 2025
img
জামায়াত কি নিজের রাজনীতি নিয়ে লজ্জিত, প্রশ্ন জাহেদ উর রহমানের Sep 29, 2025
img
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মঙ্গলবার সারা দেশে জুয়েলারি দোকান বন্ধ Sep 29, 2025
img
নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে ঝুলে রইল ট্রাক Sep 29, 2025
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বুলবুল-ফাহিম Sep 29, 2025
ঢাকা-তিতুমীরের ছেলেদের সাথে ক্লাস করতে ভয় Sep 29, 2025
img
প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট কিনতে রেলওয়ের পরামর্শ Sep 29, 2025
img
ইলিশের চড়া দাম কমাতে না পারায় মৎস্য উপদেষ্টার দুঃখ প্রকাশ Sep 29, 2025
img
নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন হান্নান মাসউদ Sep 29, 2025
img
যুবলীগের ৩ নেতা আটক Sep 29, 2025
img
আমি এখন অনেকটাই ভালো আছি : টম হল্যান্ড Sep 29, 2025
img
খাগড়াছড়ির সহিংসতায় তদন্ত দাবি জামায়াত আমিরের Sep 29, 2025