সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারছেন না বাংলাদেশের অধিনায়ক। তার জায়গায় আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরতে যাচ্ছেন সৌম্য সরকার। যদিও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে ভিসা জটিলতায় পড়েছেন সৌম্য।
দেশের একটি গণমাধ্যমকে এমনটা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। জানা গেছে, আগামীকাল ভিসা হাতে পাওয়ার সম্ভাবনা আছে তার। এক থেকে দুই দিনের মধ্যে যেদিনই ভিসা পাবেন, সেদিনই সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেয়ার কথা রয়েছে তার।
বর্তমানে খুলনার হয়ে এনসিএল টি-টোয়েন্টি খেলছিলেন সৌম্য। খুলনার হয়ে ব্যাট হাতে অসাধারণ ফর্মে ছিলেন এই ওপেনার। সেখানে খেলা দুই ম্যাচেই ব্যাট হাতে ঝলক দেখান তিনি। রাজশাহীর বিপক্ষে ছয়টি চার ও চারটি ছক্কায় ৩৪ বলে ৬৩ এবং ঢাকা মেট্রোর বিপক্ষে চারটি চার ও তিনটি ছক্কায় ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
এদিকে চোট থেকে সেরে উঠতে অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে লিটন দাসের। সেক্ষেত্রে ওয়ানডে সিরিজেও অনিশ্চিত এই উইকেটরক্ষক ব্যাটার। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন লিটন।
লিটন ফিট হয়ে উঠতে না পারায় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। এশিয়া কাপেও তার অনুপস্থিতিতে জাকের ভারত ও পাকিস্তান ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন।
২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে হবে আফগানিস্তান-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। পরবর্তীতে ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে হবে তিনটি ওয়ানডে ম্যাচ। আফগানিস্তান সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এবি/টিএ