আবারও সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্প্যানিশ সুপার কাপ। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো সৌদির মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টুর্নামেন্টটি। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছে রয়াল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। খবর একাধিক গণমাধ্যমের।
ফেডারেশন জানায়, আগামী বছরের ৭ থেকে ১১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপ। গতবারের মতো এবারের আসরটিও জেদ্দা শহরে অবস্থিত কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হবে। এবারের স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনো খেলবে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে। অপর সেমিতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ। বার্সা-রিয়াল নিজ খেলায় জিতলে এই সিজনের তৃতীয় ‘এল ক্লাসিকো’ দেখা যেতে পারে।
এবি/টিএ