এশিয়ান কাপ বাছাইয়ে ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দু’টি ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচ উপলক্ষ্যে আজ জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া এশিয়া কাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকং ম্যাচকে ডু অর ডাই হিসেবে দেখছেন।
আজ সন্ধ্যায় টিম হোটেলে উপস্থিত সাংবাদিকদের জামাল ভূইয়া বলেন, 'আসলে এই ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। কারণ এশিয়া কাপ খেলতে হলে আমাদেরকে ম্যাচটি জিততে হবে। হংকং এখন সম্ভবত গ্রুপের শীর্ষে (সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে ৪ পয়েন্ট নিয়ে)। তাদের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে সিঙ্গাপুর ও হংকং দুই দলের সমান চার পয়েন্ট। গোল ব্যবধান সমান ১ হলেও বেশি গোল দেয়ায় সিঙ্গাপুর শীর্ষে আর হংকং দ্বিতীয় অবস্থানে। বাংলাদেশ দুই ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। ভারতের পয়েন্টও এক। তারা বেশি গোল হজম করায় টেবিলে সবার নিচে চতুর্থ স্থানে। গ্রুপের তিন দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ছয় ম্যাচ খেলবে। ছয় ম্যাচের পর গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর সৌদি আরবে এশিয়া কাপের মূল পর্বে খেলবে।
৯ অক্টোবর ঢাকায় বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে হারলে গাণিতিক সম্ভাবনা থাকলেও বাস্তবিকভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হবে না। হংকং বাংলাদেশের চেয়ে শক্তিশালী দল। এরপরও জয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক জামাল, 'হোম ম্যাচে আমাদের অ্যাডভান্টেজ থাকবে। এরপরও ফুটবলে অন দ্য ডে পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। সেদিন (ম্যাচের দিন) ভালো পারফরম্যান্স না করতে পারলে আমাদের ব্যথিত হতে হবে।’
হংকং বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে অনেক এগিয়ে। তারা গত কয়েক মাসে আরো শক্তিশালী দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছেন। সেখানে বাংলাদেশের সম্বল শুধু নেপাল ম্যাচ। তাই এই ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচের দাবি জামালের, 'আমাদের একটি ম্যাচ খেলতে পারলে ভালো হয়। নেপালের সঙ্গে দু’টি ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু একটা পরিস্থিতিতে হয়নি। সেটা তো কারো হাতে নেই।'
বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট আধ ঘন্টার মধ্যেই বিক্রি হয়েছে। এমন খবর খুশে জামাল বেশ উচ্ছ্বসিত, 'ফুটবল এখন নতুন ল্যান্ডস্ক্যাপে যাচ্ছে। আগে যখন খেলা শুরু করেছিলাম তখন মানুষ এত খোঁজ রাখত না। এখন সবাই জিজ্ঞেস করে খেলা কবে, জিততে হবে। কে খেলল কে খেলল না জানতে চায়।'
জামাল ভূইয়া বাংলাদেশ দলের অধিনায়ক। ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনিই থাকেন। অথচ মাঠে তাকে নামান না কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আজ ক্যাম্প শুরুর দিনই তাকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এটা বেশ সোজাসাপ্টা উত্তর দিয়েছেন অধিনায়ক, 'আমি খেলতে চাই। আগের ম্যাচে খেলতে পারিনি খারাপ লাগছে। এটা আমারও খারাপ লাগে খেলতে না পারলে। এটা কোচের বিষয়।'
বাংলাদেশ দলের স্পন্সর ইউসিবি। বাফুফের কিট পার্টনার দৌড়। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিক ক্যাম্প শুরুর দিন কোচ অফিসিয়াল পোষাকে থাকলেও অধিনায়ক জামার ভূইয়া মিডিয়ার সামনে এসেছিলেন ক্যাজুয়াল পোষাকে।
এবি/টিএ