আগামী মাসে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজের জন্য গত ১৬ সেপ্টেম্বর দল ঘোষণা করেছিল উইন্ডিজরা। তবে ভারত সফরের ঠিক আগে বড় এক ধাক্কা খেল ক্যারিবীয়রা।
কোমরের চোটের কারণে ভারত সফর থেকে ছিটকে গেলেন পেসার আলজারি জোসেফ। তার বদলি হিসেবে বাঁহাতি পেসার জেদিয়া ব্লেডসকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দল নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দলে রয়েছেন ব্লেডস। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিরিজ শেষে ভারত সফরে যাবেন এই পেসার।এদিকে ব্লেডসকে দলে নেয়ার ব্যাপারে এক বিবৃতি দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সেখানে তারা লিখেছে, ‘জেসন হোল্ডারকে জোসেফের বদলি হিসেবে দলে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।
তবে বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে আছেন। তবে একটি পূর্বনির্ধারিত চিকিৎসা প্রক্রিয়ার কারণে তিনি জোসেফের বদলি হিসেবে খেলতে রাজি হননি।’
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে এখনো অভিষেক হয়নি ব্লেডসের। তবে এরই মধ্যে জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আগামী ২ অক্টোবর শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রোম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ অক্টোবর। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, অ্যালিক অ্যাথানাজ, জন ক্যাম্পবেল, টেগেনারাইন চন্দরপল, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইমলাচ, জেদিয়া ব্লেডস, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়ের ও জেডেন সিলস।
এসএস/টিএ