‘এই দেশটা কারো বাপের না, দেশটা আমার–আপনার সবার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ —এভাবেই মন্তব্য করেছেন পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বরগুনা পৌরশহরের সর্বজনীন আখরাবাড়ী মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিআইজি বলেন, দুর্গাপূজা আমাদের বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এবারও পূজা ঝাঁকঝমকপূর্ণ পরিবেশে নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার পূজা মণ্ডপ বেড়েছে—এটি ইতিবাচক দিক। এখানে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক। ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।
এ সময় বরগুনার পুলিশ সুপার মো. আল–মামুন শিকদার, সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পূজা উদযাপন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বরগুনায় এ বছর মোট ১২৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ২২টি, বেতাগীতে ৩০টি, আমতলীতে ১৩টি, তালতলীতে ১০টি, বামনায় ১৪টি এবং পাথরঘাটায় ৪০টি মন্দিরে পূজা উদযাপিত হচ্ছে।
ইএ/টিকে