বলিউড অভিনেতা গোবিন্দের ব্যক্তিগত জীবন সম্প্রতি আবারও আলোচনায়। চলতি বছরের শুরুতে শোনা যায়,৩৭ বছরের দাম্পত্যে ভাঙন ধরেছে এবং এক তরুণী মারাঠি অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এই নিয়ে সরাসরি মুখ খুলেছেন স্ত্রী সুনীতা অহুজা।
নিজের নতুন ইউটিউব ভ্লগে সুনীতা স্বীকার করেন, তিনি এসব গুঞ্জনে কষ্ট পেয়েছেন। তিনি বলেন, আমি যদি কখনো গোবিন্দকে ভুল করতে দেখি, প্রথমে মিডিয়াকেই জানাব। কিন্তু আসল সমস্যা হলো, তার পরিবারে কিছু মানুষ আমাদের একসঙ্গে দেখতে চায় না। খারাপ মানুষের সঙ্গে উঠলে বসলে মানুষও খারাপ হয়ে যায়। তিনি আরও জানান, গত ১৫ বছর ধরে তারা আলাদা থাকলেও গোবিন্দ নিয়মিত আসা–যাওয়া করেন। সুনীতা বলেন, আমি শৈশব থেকে পুরো জীবন ওকে দিয়েছি। আজও ওকে ভালোবাসি, তবে গুঞ্জনের কারণে মন খারাপ হয়। তবুও আমি শক্ত, কারণ আমার সন্তানরা আমার ভরসা।
গোবিন্দের তরুণী অভিনেত্রীদের সঙ্গে নাম জড়ানো নিয়ে সুনীতা কটাক্ষ করে বলেন, আজকাল ইন্ডাস্ট্রিতে অনেকেই ‘সুগার ড্যাডি’র খোঁজে থাকে। কেউ যদি সীমা ছাড়ায় আর আমি ধরে ফেলি, তবে বুঝে নেবে আমার হাত কত ভারী। তিনি আরও জানান, সন্তানরাও বাবাকে নিয়ে তাকে প্রশ্ন করেন, যা তার জন্য লজ্জাজনক।
সম্প্রতি গণেশ চতুর্থী উপলক্ষে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে এবং তারা বিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে, বড়পর্দায় গোবিন্দকে শেষবার দেখা গিয়েছিল ২০১৯ সালের ‘রঙ্গীলা রাজা’ সিনেমাতে, যা বক্স অফিসে ব্যর্থ হয়। এদিকে, তাদের ছেলে যশবর্ধন অহুজা খুব শিগগিরই সাই রাজেশের পরিচালনায় বলিউডে অভিষেক করতে চলেছেন।
ইএ/টিকে