জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ‘দুটি খারাপ অবস্থার মধ্যে একটি বেশি খারাপ, একটি কম খারাপ, এমনভাবে তুলনা করা উচিত না।’ নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তার কমেন্টে একজন কমেন্টকারীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মাসুদ কামালের একটি ভিডিওর কমেন্টে মাসুম আহমেদ মিশু নামে এক ব্যক্তি লিখেছেন, ‘এই সরকারের ভুল ত্রুটি সমালোচনা করা যেতে পারে। কিন্তু ড. ইউনূস সরকারের সঙ্গে আওয়ামী লীগের তুলনা করা যাবে না।
আওয়ামী লীগ অপরাধ করেছে, অন্যায় করেছে, এটাই বাস্তব।’
তার এই কমেন্টের উত্তরে মাসুদ কামাল বলেন, ‘আমি আপনার সঙ্গে একমত। আসলে তুলনা করে কোনো লাভ নেই। ধরেন আপনি এখন প্রচণ্ড জ্বরে আক্রান্ত।
এখন যদি আপনাকে আমি বলি- ভাই তুমি এত কাতর হচ্ছো কেন? তোমার তো গত বছর এর চেয়েও বেশি জ্বর হয়েছিল। এটা বললে কিন্তু আপনার জ্বর কমবে না। আপনার জ্বর কমার জন্য দরকার প্যারাসিটামল। সেই প্যারাসিটামলটা কে দিতে পারছে সেটা হলো গুরুত্বপূর্ণ।
কাজেই দুটো খারাপ অবস্থার সঙ্গে তুলনা করা উচিতই না। আমরা কি চাই এবং সেটা কিভাবে পেতে পারি সেটাই হলো জরুরি।’
পিস নামে একটি ফেসবুক আইডি থেকে একজন লিখেছেন, ‘দারুণ সুযোগ ছিল ড. ইউনূসের দেশটা ঢেলে সাজানোর। কিন্তু উনি পুরোপুরি ব্যর্থ বরং বিভেদের জালে দেশটাকে ঘিরে ফেলেছেন। এটা নিশ্চয়ই উনি বিশ্বাস করেন, নোবেল পুরস্কারের চেয়েও দেশের মানুষের ভালোবাসা অনেক জরুরি।’
এই কমেন্টর প্রেক্ষিতে মাসুদ কামাল বলেন, ‘উনি বিশ্বাস করেন? আমি জানি না, জানলে উনি এমন করবেন কেন?’
টিকে/