স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা করেছে। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রে ভুল তথ্য প্রচার করে ক্লাবটির সম্মানহানি করা হয়েছে বলে অভিযোগ করেছে তারা।
ভ্যালেন্সিয়ার দাবি, প্রামাণ্যচিত্রে দেখানো হয়েছে যে ২০২৩ সালের লা লিগার এক ম্যাচে বিপুল সংখ্যক সমর্থক ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে বর্ণবাদী স্লোগান দেন। অথচ বাস্তবে দর্শকরা ‘তোন্তো’ (স্প্যানিশে বোকা) শব্দটি ব্যবহার করেছিলেন, কিন্তু ভিডিওর সাবটাইটেলে তা বিকৃত করে ‘মোনো’ (বানর) লেখা হয়।
মামলায় নেটফ্লিক্স ও প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ, প্রামাণ্যচিত্রে সংশোধন এবং আদালতের রায় প্রকাশের দাবি জানিয়েছে ক্লাবটি।
উল্লেখ্য, ভ্যালেন্সিয়া আগেই সতর্ক করেছিল যে ভুল তথ্য সংশোধন না করা হলে তারা আইনি পদক্ষেপ নেবে। তবে ভিনিসিয়ুসের পক্ষ থেকে জানানো হয়েছিল, এটি নেটফ্লিক্স ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ভ্যালেন্সিয়ার বিতর্ক, খেলোয়াড় ব্যক্তিগতভাবে এতে জড়াবেন না।
২০২৩ সালের সেই ম্যাচে কিছু দর্শক সত্যিই ভিনিসিয়ুসকে বর্ণবাদী অপমান করেছিলেন।
তাদের মধ্যে তিনজনকে সম্প্রতি আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের প্রতিবেদনে প্রমাণ হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে ব্যবহৃত “বানর” শব্দের সাবটাইটেল আসল ঘটনার সঙ্গে মিল ছিল না।
ঘটনার পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি প্রথমে ভ্যালেন্সিয়া সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছিলেন। পরে অবশ্য তিনি স্বীকার করেন, পুরো স্টেডিয়াম নয়, কেবল কয়েকজন দর্শকই দোষী ছিলেন।
ভিনিসিয়ুস বারবার স্পেনে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। ওই ম্যাচে কান্নায় ভেঙে পড়া ব্রাজিলিয়ান তারকা মাঠেই এক ভ্যালেন্সিয়া সমর্থককে চিহ্নিত করে প্রতিবাদ করেছিলেন।
ইএ/টিকে