জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে স্বার্থপর, লোভী, বিবেকহীন মানি মেশিন বলে অভিহিত করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। শেখ হাসিনার জন্মদিনে তিনি শুভেচ্ছা জানান কীভাবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি।
পিনাকী ভট্টাচার্য লিখেছেন, চব্বিশের অক্টোবরে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সাকিব। সেখানে জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিজের নীরব ভূমিকার জন্য ক্ষমা চেয়ে সাকিব লিখেছিলেন, ‘আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা।’
তিনি আরও লেখেন, ‘যদিও স্বজনহারা একটি পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোন কিছুতেই পূরণযোগ্য নয়।’ পিনাকী ভট্টাচার্য বলেন, ‘এই স্ট্যাটাস দেয়ার এক বছরে খুনি গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানায় কীভাবে?’
তিনি আরও বলেন, বিন্দুমাত্র নৈতিক অবস্থান নেই এই সাকিবের। সে তার স্বার্থের জন্য যখন যেটা দরকার, তখন সেটা করবে। যেদিন সে কনভিন্সড হবে, আপায় আর ফিরতে পারবে না। সেইদিন সে নির্বিবাদে হাসিনাকে ....। এটাই সাকিব। স্বার্থপর, লোভী, বিবেকহীন মানি মেশিন।’
টিকে/