ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নিয়াজ আহমেদ খান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) পরিদর্শনকালে জেলার ঐতিহাসিক এ.কে. জালাল স্মৃতি গ্রন্থাগার পরিদর্শন করেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে তিনি গ্রন্থাগারে পৌঁছালে পাঠাগারের সচিব শেখ মহিউদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন। পরে উপাচার্য গ্রন্থাগারের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংগ্রহশালা ও ইতিহাস সম্পর্কে খোঁজখবর নেন।
গ্রন্থাগারের পরিবেশ ও আতিথেয়তায় মুগ্ধ হয়ে উপাচার্য বলেন, “এ.কে. জালাল স্মৃতি গ্রন্থাগার কেবল একটি বইয়ের ভাণ্ডার নয়, এটি এ অঞ্চলের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। এখানে এসে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ছোঁয়া পাওয়া গেল।”
উল্লেখ্য, অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নানাবাড়ি নোয়াখালীর সদর উপজেলার মনসাদপুর গ্রামে। গ্রন্থাগার পরিদর্শন শেষে তিনি সেখানে যান। আত্মীয়-স্বজন, শৈশবের বন্ধু এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন, অতীত স্মৃতিচারণ করেন এবং এলাকার উন্নয়ন নিয়ে আলাপ করেন।
স্থানীয়রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এ আগমনকে তাঁদের গ্রামের জন্য গৌরবের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেন, তার সফর শিক্ষা ও সংস্কৃতি চর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে।
এ.কে. জালাল স্মৃতি গ্রন্থাগার দীর্ঘদিন ধরে নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থী, গবেষক ও সংস্কৃতিমনস্ক মানুষদের জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে কাজ করছে।