বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় সৌন্দর্য, প্রতিভা আর ব্যক্তিত্বের অনন্য সমন্বয় মনিকা বেলুচ্চি। আজ তার ৬০তম জন্মদিন। ১৯৬৪ সালের ৩০ সেপ্টেম্বর ইতালির চিত্তা দি কাসতেল্লোতে জন্ম নেওয়া মনিকা প্রথমে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখলেও শৈশবের সৌন্দর্য তাকে নিয়ে যায় মডেলিংয়ে।
খুব দ্রুতই তিনি হয়ে ওঠেন ডলচে অ্যান্ড গ্যাবানার মতো শীর্ষ ব্র্যান্ডের মুখ। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই তারকার সৌন্দর্য ও ক্যারিশমা তাঁকে বিশ্ব ফ্যাশনের শীর্ষ সারিতে পৌঁছে দেয়।
১৯৯২ সালে ফ্রান্সিস ফোর্ড কপোলার 'ড্রাকুলা' সিনেমা দিয়ে শুরু হলেও প্রকৃত পরিচিতি আসে ২০০০ সালের 'ম্যালেনা' দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় এক নীরব অথচ শক্তিশালী নারীর চরিত্রে অভিনয় করে তিনি স্থায়ী আসন করে নেন আন্তর্জাতিক অঙ্গনে। পরের বছরগুলোতে ইররিভার্সিবল, দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট, দ্য ব্রাদারহুড অব দ্য উলফ কিংবা দ্য ম্যাট্রিক্স সিরিজ তাকে আরও বহুমাত্রিক করে তোলে।
ব্যক্তিগত জীবনে ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে তার দাম্পত্য ও দুই কন্যার জন্ম ভক্তদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। বিচ্ছেদের পরও মনিকা নিজের শর্তে জীবনযাপন করেছেন। বয়সকে শুধু সংখ্যা প্রমাণ করে তিনি এখনো মডেলিং ও অভিনয়ে সক্রিয়। সৌন্দর্যের পাশাপাশি স্বাধীনচেতা মানসিকতা তাকে করে তুলেছে বিশ্ব চলচ্চিত্রের এক চিরসবুজ কিংবদন্তি।
কেএন/টিএ