নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত করেছে দারুণ সূচনা। গুয়াহাটিতে বৃষ্টিবিঘ্নিত উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ডিএলএস পদ্ধতিতে ৫৯ রানে হারিয়েছে হারমানপ্রীত কৌরের দল।
মেয়েদের ক্রিকেটে এখনও বিশ্বকাপ না জেতা ভারতের জন্য এই আসরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টস হেরে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ৮ উইকেটে ২৬৯ রান তোলে ভারত। তবে একসময় বড় বিপদেই পড়ে যায় দলটি। ১৯.১ ওভারে ১ উইকেটে ৮১ রান থেকে ২৭ ওভার শেষে স্কোর দাঁড়ায় ১২৪/৬। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার ইনোকা রানবীরাই এ সময় তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।
দলকে সেই বিপদ থেকে টেনে তোলেন দীপ্তি শর্মা ও আমানজোত কৌর। সপ্তম উইকেটে দুজন যোগ করেন ৯৯ বলে ১০৩ রান। আমানজোত ৫৬ বলে ৫৭ রান করে আউট হলেও দীপ্তি খেলেন গুরুত্বপূর্ণ ৫৩ রানের ইনিংস (৫৩ বলে)। তার সঙ্গে স্নেহ রানা ১৫ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামে চ্যালেঞ্জিং স্কোরে।
রান তাড়ায় নেমে শ্রীলঙ্কাও ভালো শুরু করেছিল। ১৪.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে তারা তোলে ৮২ রান। কিন্তু ১৫তম ওভারে দীপ্তি শর্মার বলে চামারি আতাপাত্তু বোল্ড হওয়ার পরেই ছন্দ হারায় দলটি। আতাপাত্তু ৪৭ বলে ৩টি ছক্কায় করেন ৪৩ রান। এরপর আর কেউ দলের পক্ষে ইনিংস গুছিয়ে নিতে পারেননি।
৪৫.৪ ওভারে ২১১ রানে অলআউট হয়ে ম্যাচ হারে শ্রীলঙ্কা।
ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হন দীপ্তি শর্মা। ৫৩ রান ও বল হাতে ৫৪ রানে তুলে নেন ৩ উইকেট।
এমআর/টিকে