তিন দিন আগের পরাজয়ের ধাক্কা সামলে জয়ে ফেরা হলো না লিভারপুলের। বরং আবার পেল সেই তেতো স্বাদ। এবার তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগে হারিয়ে দিল গালাতাসারাই।
ঘরের মাঠে মঙ্গলবার রাতে লিগ পর্বের ম্যাচটি ১-০ গোলে জিতেছে তুরস্কের ক্লাবটি। একমাত্র গোলটি করেছেন ভিক্টর ওসিমেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর, গত শনিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অন্তিম সময়ের গোলে হেরে যায় লিভারপুল। জয়ের পথে ফেরার আশায় মাঠে নেমে ফের জোর ধাক্কা খেল দলটি।
সেই সঙ্গে মূল গোলরক্ষক আলিসনের ম্যাচের মাঝপথে মাঠ ছেড়ে যাওয়াও বড় দুর্ভাবনার দলটির জন্য।
আসরে প্রথম জয়ের পর দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে উঠেছে গালাতাসারাই। সমান পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিভারপুল।
চতুর্দশ মিনিটে গোল পেতে পারত লিভারপুল; কিন্তু কোডি হাকপোর শট গোললাইনে প্রতিহত হয়। এরপরই উল্টো পিছিয়ে পড়ে তারা।
প্রতিপক্ষের ওই আক্রমণ রুখে দিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে গালাতাসারাই। ডি-বক্সে তাদের ফরোয়ার্ড ইলমিজ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ওসিমেন।
৩২তম মিনিটে সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে শট নেন ফ্লোহিয়ান ভিয়েৎস, ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরের মিনিটের পাল্টা আক্রমণে ওসিমেনের শট আটকান আলিসন।
৫৪তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ পান ওসিমেন এবং তার এই প্রচেষ্টাও দারুণভাবে রুখে দেন আলিসন। তবে শটটি ঠেকাতে গিয়েই চোট পেয়ে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। তার বদলি নামেন জিওর্জি মামারদাশভিলি।
আক্রমণের ধার বাড়াতে ৬২তম একসঙ্গে তিনটি পরিবর্তন আনে লিভারপুল। ইয়েরেমি ফ্রিমপং, হাকপো ও রায়ান খাফেনবেখকে তুলে কনর ব্রাডলি, মোহামেদ সালাহ ও আলেকসান্দার ইসাককে নামান কোচ স্লট।
মাঠে নামার এক মিনিটের মধ্যেই দলকে সমতায় ফেরানোর ভালো একটি সুযোগ পান ইসাক। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি তিনি। আট মিনিট পর ব্রাডলির হেড হয় লক্ষ্যভ্রষ্ট।
নির্ধারিত সময়ের শেষ দিকে গোলের অপেক্ষা ফুরানোর দারুণ সম্ভাবনা তৈরি হয় লিভারপুলের সামনে। ইব্রাহিমা কোনাতে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে, ভিএআর মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি।
মুহূর্তেই থেমে যায় লিভারপুল সমর্থকদের গর্জন। শেষ পর্যন্ত তাদের মুখে আর হাসি ফোটেনি।
লা লিগায় গত শনিবার রেয়াল মাদ্রিদকে ৫-২ গোলে আতলেতিকো মাদ্রিদের গুঁড়িয়ে দেওয়ার স্মৃতি এখনও তরতাজা। এর মাঝেই আবার প্রতিপক্ষের জালে পাঁচবার গোল উদযাপন করল তারা।
এবার চ্যাম্পিয়ন্স লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে দিয়েগো সিমেওনের দল।
চতুর্থ মিনিটে জাকোমো রাসপাদোরি আতলেতিকোকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান হবাঁন লু নহমাঁ। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান অঁতোয়ান গ্রিজমান। ক্লাবটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। দ্বিতীয়ার্ধে তাদের বাকি দুই গোল করেন গিলিয়ানো সিমেওনে ও হুলিয়ান আলভারেস।
লিভারপুলের বিপক্ষে হেরে আসর শুরুর পর প্রথম জয়ের দেখা পেল মাদ্রিদের ক্লাবটি। দু্ই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে তারা।
একই সময়ে শুরু আরেক ম্যাচে স্লাভিয়া প্রাহাকে ৩-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। বায়ার্ন মিউনিখ ও রেয়াল মাদ্রিদের সমান ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের রানার্সআপরা।
এমআর/টিকে