সাতক্ষীরার দেবহাটায় অনুমোদন ছাড়া সার মজুত রাখায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেবহাটার নোয়াপাড়া হাদিপুর ক্লাব মোড়ে মোহাম্মদ রমজান হোসেনের সারের দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান এবং পুলিশের একটি চৌকস টিম।
ইউএনও মিলন সাহা বলেন, অনুমোদনবিহীনভাবে সার মজুত করে কৃষক ও সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ন করা যাবে না। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলবে।
এমকে/এসএন