মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনায় সব পক্ষকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানান, ‘গাজা ও পুরো অঞ্চলে যুদ্ধবিরতি ও টেকসই শান্তি আনার উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন আন্তোনিও গুতেরেস।’
গুতেরেস আরব ও মুসলিম দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেন, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সব পক্ষ চুক্তিতে সম্মত হয়ে তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের অগ্রাধিকার হওয়া উচিত এই সংঘাতের ফলে সৃষ্ট ভয়াবহ মানবিক দুর্দশা লাঘব করা।’
বিবৃতিতে গুতেরেস আবারও আহ্বান জানান:
- তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতির,
- গাজায় অবাধ মানবিক সহায়তা প্রবেশাধিকার নিশ্চিত করার,
- সব জিম্মির নিঃশর্ত ও অবিলম্বে মুক্তি দেওয়ার,
- এবং এমন পরিবেশ তৈরির, যা দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে সহায়ক হবে।
জাতিসংঘ জানায়, তারা ফিলিস্তিন ও ইসরায়েলসহ গোটা অঞ্চলের জন্য শান্তি, স্থিতিশীলতা ও আরও আশাব্যঞ্জক ভবিষ্যৎ নিশ্চিত করতে চলমান সব প্রচেষ্টার পাশে আছে।
উল্লেখ্য, ট্রাম্প সোমবার ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তার ২০-দফা গাজা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন।
এই পরিকল্পনায় রয়েছে:
- ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে বহু ফিলিস্তিনি বন্দীর মুক্তি
- হামাসের নিরস্ত্রীকরণ
- গাজা শাসনে একটি নির্দলীয়, প্রযুক্তি-নির্ভর ফিলিস্তিনি প্রশাসনিক কমিটি গঠন
- এবং ধাপে ধাপে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৬ হাজেরর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অব্যাহত বোমাবর্ষণ গাজাকে প্রায় বসবাসের অযোগ্য করে তুলেছে এবং সেখানে দুর্ভিক্ষ ও রোগব্যাধি ছড়িয়ে পড়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি ও আল-আরাবিয়া
এমকে/এসএন