সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ থেকে টানা চারদিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার। ছুটি শেষে আগামী রোববার থেকে পুঁজিবাজারে আগের নিয়মে লেনদেন চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে দুর্গা পূজা উপলক্ষে আজ নির্বাহী আদেশে ছুটি। আগামীকাল বিজয়া দশমীর সরকারি ছুটি। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ। তাতেই সব মিলিয়ে চারদিন বন্ধ পুঁজিবাজার।এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ ছিল দেশের পুঁজিবাজার।
এসএস/এসএন