মেজর জেনারেল ডেভিড জিনিকে গোয়েন্দা সংস্থা ‘শিন বেতে’র নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস। চলতি মাসের ৫ তারিখ আগামী পাঁচ বছরের জন্য গোয়েন্দা সংস্থাটির দায়িত্ব নেবেন তিনি।
এর আগে, প্রধানমন্ত্রীর সাথে বিবাদের জেরে শিন বেতের সাবেক প্রধান রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়। যা গড়ায় আদালত পর্যন্ত। এমনকি তাকে বরখাস্তের সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়েও হয় বিক্ষোভ। পরে রোনেন বার নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। জিম্মি মুক্তির আলোচনায় ইসরায়েলের প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
উল্লেখ্য, শিন বেত হলো ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কাউন্টার-ইন্টেলিজেন্স সংস্থা। এর মূল দায়িত্ব হলো ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা, সন্ত্রাসবাদ প্রতিরোধ করা এবং দেশের মধ্যে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা। এটি ইসরায়েলের তিনটি প্রধান গোয়েন্দা সংস্থার মধ্যে একটি। অন্য দুটি হলো মোসাদ- যা বৈদেশিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে এবং আমান- যা সামরিক গোয়েন্দা সংস্থা।
১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পরপরই ‘শিন বেত’ গঠিত হয়। এটি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে। সংস্থার সদর দপ্তর তেল আবিবে। কার্যক্রম সাধারণত গোপনীয় হলেও ইসরায়েলি সমাজে এটি ‘অদৃশ্য ঢাল’ হিসেবে পরিচিত।
এসএন