কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেছেন, ‘জামায়াত ধর্ম ব্যবসায়ী, ভোটের জন্য ইসলামকে ব্যবহার করে। ক্ষমতার লোভে পশ্চিমাদের খুশি করতে যিশুখ্রিস্টের ছবির আদলে জামায়াতের নতুন লোগো তৈরি করেছে।’
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের মহিলা দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল হুদা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিদেশিরা জাকাত দিতে চেয়েছে; তিনি বলেন, আমাকে জাকাত না কর্মের ব্যবস্থা করে দাও। আর গতকাল জামায়াত নেতা বক্তব্যে বলেন, জামায়াত ক্ষমতার গেলে তারা বিদেশিদের কাছ থেকে জাকাত নেবে। এ বক্তব্য আমাদের লজ্জিত করেছে, বিশ্বের কাছে আমাদের ছোট করেছে।’
তিনি আরো বলেন, ‘পশ্চিমাদের খুশি করতে যিশুখ্রিস্টের ছবির আদলে জামায়াতের নতুন লোগো, যেখানে আল্লাহর নামও বাদ দিয়েছে। তারা ইসলামের নামে ধোঁকাবাজি করছে। ধর্মের কথা বলে ভোটের জন্য তারা এসব করছে। জামায়াত জনগণের দল নয়, তার একটা গোষ্ঠীর দল।’
কামরুল হুদা বলেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের বিনা মূল্যে শিক্ষাব্যবস্থা, উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রথম চালু করেছেন আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহির্বিশ্বে দেশের অপ্রচলিত গার্মেন্টস শিল্প, হিমায়িত খাদ্য, হস্তশিল্প, চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ করেছিলেন। বেকার সমস্যা সমাধানে বিদেশে বাংলাদেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন।
চৌদ্দগ্রাম উপজেলা মহিলা দলের সম্পাদিকা পুতুল বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক শাহআলম রাজু, সহ সাধারণ সম্পাদক মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুরু নবী পাটোয়ারী, গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. শরীফুল ইসলাম দুলাল, মহিলা দলের লাকি বেগম, সাকিনা মেম্বর, সুফিয়া মেম্বার, রাবেয়া আক্তার প্রমুখ।
ইউটি/টিএ