গৃহযুদ্ধের উসকানি দিচ্ছেন শেখ হাসিনা : রনি

প্রশাসনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোকজন এখনো বহাল রয়েছে ও তারাই এখনো দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে উত্তাল করে দিচ্ছেন এবং বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

বুধবার (১ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। 

গোলাম মাওলা রনি বলেন, ‘শেখ হাসিনার লোকজনই এখন দেশ চালাচ্ছেন। আমাদের বাধ্য হয়েই তাদের কাছে রাখতে হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা হয়তো পাঁচজন সচিবকে পরিবর্তন করেছি। ২০ জন এডিশনাল সেক্রেটারিকে বহিষ্কার করেছি। ৫০ থেকে ৬০ জনকে শোকজ করেছি কিংবা ৪০০ থেকে ৫০০ মামলা দুর্নীতি দমন কমিশনে করেছি।

২০ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। যাদের মধ্যে ধরেন ৫০ শতাংশ ডেডিকেটেড আওয়ামী লীগ ছিল। জামায়াতেরও ছিল। তারাও জয় বাংলা বলেছে। যারা বিএনপির ছিল তারা তো আরো জোরে জয় বাংলা বলেছেন। ফলে রাতারাতি তো ভোল পাল্টানো যাচ্ছে না।’ 

তিনি বলেন, ‘মনে করেন কুড়িগ্রামের যুবলীগের লোকজন শিবিরের ভয়ে কিংবা ছাত্রদলের ভয়ে অথবা সমন্বয়কদের ভয়ে এলাকায় থাকতে পারছে না। সে ঢাকা শহরে এসে শেখ হাসিনার সঙ্গে কথা বলে শক্তি অর্জন করেছে। সেই শক্তি দিয়ে সে এখন বাংলাদেশে গৃহযুদ্ধ করে ফেলবে। শেখ হাসিনা বাংলাদেশকে উত্তাল করে দিচ্ছে এবং শেখ হাসিনা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। দেশ-বিদেশ থেকে একে ৪৭ থেকে শুরু করে যত রকম রকেট লাঞ্চার রয়েছে সেসব আমদানি করে তারপর গৃহযুদ্ধ করবে। 

গৃহযুদ্ধ করতে হলে তো তাকে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হবে। পুলিশের সঙ্গে যুদ্ধ করতে হবে। তারপরে প্রতিপক্ষ বিএনপি-জামায়াতের সঙ্গে যুদ্ধ করতে হবে। এটা তো চাট্টিখানি বিষয় নয়। এতে বোঝা যায় যে খবরগুলো হচ্ছে সেই খবরগুলো মূলত আমাদের ভয় দেখানোর জন্য। বিনোদন করার জন্য এবং নিজেদের কাটতি বাড়ানোর জন্য।’

গণমাধ্যমের খবর প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতে স্বেচ্ছায় নির্বাসিত শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাকে নিয়ে চমকপ্রদ খবর প্রকাশিত হচ্ছে। কোনো দিন একটা ভিডিও ফুটেজ আবার কোনো দিন একটা অডিও বার্তা।’  

তিনি দিল্লিতে কী করছেন। কী খাচ্ছেন। কোথায় থাকছেন? কার সঙ্গে কী বৈঠক করছেন মানে তার ২৪ ঘণ্টার মধ্যে তিনি যদি কোনো দিন এটি তেলাপোকার সঙ্গে কথা বলেন। কোনো একটা তেলাপোকাকে পাড়িয়ে মারেন অথবা একটা চড়াই পাখি কিংবা শালিক অথবা দোয়েল পাখিকে একটু খুদ দেন, খাবারদাবার দেন, মুড়ি-বুট দেন। এগুলো এখন বাংলাদেশের পত্রপত্রিকার জন্য সবচেয়ে বড় খবর। সামাজিক মাধ্যম তো বটেই এবং শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সম্ভবত অন্য কোনো কিছু শুনতে অত বেশি আগ্রহ প্রকাশ করছে না।’

তিনি আরো বলেন, ‘আলী রিয়াজ ঐকমত্য কমিশনে বৈঠক করছেন। প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তাদের শপথ পড়াচ্ছেন। তারপরে ড. মুহাম্মদ ইউনূস সাঙ্গোপাঙ্গ নিয়ে আমেরিকা যাচ্ছেন। এসব কোনো খবরই মানুষ পাত্তা দিচ্ছে না। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা ভিডিও করলে তাকে নিয়ে একটা অডিও দিলে সেটি বেশি নিউজ ভ্যালু পায়। এগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। এটি যদি পত্রিকায় লেখা হয় বা টেলিভিশনে কোনো খবর একটা প্রতিবেদন তৈরি করা হয় সেটা মুহূর্তের মধ্যে হু হু করে ভিউ পেয়ে যায়।’

ক্ষোভ নিয়ে গোলাম মাওলা রনি বলেন, ‘সম্প্রতি খবরের দুর্ভিক্ষ চলছে। কোনো ব্যাপারে মানুষের আগ্রহ নেই। এই সময়টিতে ১০টা মার্ডার হয়ে গেছে, কিন্তু মানুষ ফিরে তাকাচ্ছে না। ধর্ষণ হচ্ছে, আগুন লেগে যাচ্ছে পাহাড়ে। সেই খাগড়াছড়িতে প্রচণ্ড গোলাগুলি হলো। মারামারি হলো। দেশের কোনো মানুষের মাথা ব্যথা নেই। জেলখানাতে বড় বড় মানুষ মরে যাচ্ছে। তারপরে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। অনেককে জেলখানা থেকে আবার কোর্টে আনা হচ্ছে। মানুষের আগ্রহ ছিল ইউনূস সাহেব নয়, হাসানুল হক ইনু উনি কিভাবে হাসেন, তারপরে উনি পাঞ্জাবি কিভাবে পরেন, দীপু মনিকে কিভাবে হ্যান্ডকাফ পরানো হয়। এই বিষয়গুলো নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। বিচার চলছে শেখ হাসিনার। সেখানে যারা বিচার করছেন প্রতিদিন তারা খবর বানানোর চেষ্টা করছেন। নানা রকম বিবৃতি দিচ্ছেন। নানা রকম যুক্তিতর্ক উপস্থাপন করছেন প্রতিদিন সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। কিন্তু মানুষের আগ্রহ নেই। মানুষের আগ্রহ হলো দিল্লিতে বসে শেখ হাসিনা কী বলছেন?’

তিনি বলেন, ‘শেখ হাসিনা আমাদের ছ্যাঁকা দিয়েছেন। ধোঁকা দিয়েছেন। আমাদের সাগরে ফেলে দিয়ে তিনি হেলিকপ্টারে করে চলে গেছেন। আমরা হেলিকপ্টারে একটা রশি লাগিয়ে একটা ঢিলও ছুড়তে পারিনি। তার মানে তিনি যে হেলিকপ্টার করে গেছেন সেই হেলিকপ্টার তো এখনো বাংলাদেশে আছে। জনগণের যদি রাগ থাকত তো সেই হেলিকপ্টারকে পাড়ায়ে মারা উচিত ছিল না। যে এই হেলিকপ্টার তোর এত বড় সাহস তুই শেখ হাসিনা আপাকে দিল্লিতে দিয়ে আসলি। আজ তোর একদিন কি আমার একদিন। হালুম বলে হেলিকপ্টারের ওপর উঠে লাফিয়ে তার পাখাগুলো সব ভেঙে ফেলব এবং সারা হেলিকপ্টারের শরীরে কিছু করতে না পেলে ডিম মেরে হেলিকপ্টার লালে লাল করে দেব।’

তিনি বলেন, ‘সরকারি আমলা, কর্মকর্তা তারাও নিগ্রহের শিকার হচ্ছেন। কোনো উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না। সরকারি কর্মকাণ্ড, অর্থাৎ বছরে প্রায় ৪ লাখ কোটি টাকার যে সরকারি পূর্ত বিভাগে নির্মাণকাজ হয়। সেই কাজগুলো কার্যত বন্ধ রয়েছে। ফলে কী হলো যত কন্ট্রাক্টর আছে দালাল রয়েছে, ফড়িয়ে রয়েছে, ৪ লাখ কোটি টাকার ট্রানজাকশন হচ্ছে না।’

ইউটি/টিএ



Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক উদ্দেশ্যে সংখ্যাগুরু-সংখ্যালঘু শব্দটা ব্যবহার করা হয় : শারমিন মুরশিদ Oct 01, 2025
img
দেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Oct 01, 2025
img
ডিএনসিসির দোকান ও টিকিট কাউন্টারের নতুন ভাড়া কার্যকর Oct 01, 2025
img
কেন রাষ্ট্রদূতরা জামায়াতকে এত গুরুত্ব দিচ্ছেন? Oct 01, 2025
img
বিদেশি বিনিয়োগ হিসাব খোলার নিয়ম সহজ করল কেন্দ্রীয় ব্যাংক Oct 01, 2025
img
ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২০ অক্টোবর : ইসি সচিব Oct 01, 2025
img
লাইফ সাপোর্টে ভাষাসৈনিক আহমদ রফিক Oct 01, 2025
img
১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছি: আমীর খসরু Oct 01, 2025
img
স্ট্রোক করার পর কেমন আছেন বাংলাদেশের হেড কোচ? Oct 01, 2025
img
আগে সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে দেশি-বিদেশি অপশক্তি জড়িত ছিল: মাহফুজ Oct 01, 2025
img
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ Oct 01, 2025
img
ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেব না : স্বস্তিকা Oct 01, 2025
img
ভারতের জেল থেকে পালালো বাংলাদেশি নাগরিকসহ ছয় বন্দি Oct 01, 2025
img
সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলেন পুতিন Oct 01, 2025
img
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন: আবদুল আউয়াল মিন্টু Oct 01, 2025
img
আফগানদের বিপক্ষে নতুন শুরু চান জাকের Oct 01, 2025
img
হাসিনাকে নিয়ে মোদির সঙ্গে যে কথা হয়েছে ড. ইউনূসের Oct 01, 2025
img
যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর ইয়েমেনি বিদ্রোহীদের নিষেধাজ্ঞা Oct 01, 2025
img
মহাকাশে বিয়ের পরিকল্পনা করছেন টম ক্রুজ-আনা! Oct 01, 2025
img
এনসিপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে এ এস এম সুজা Oct 01, 2025