আলোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ, যিনি এক সময়ে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের জন্য সমানভাবে আলোচনায় ছিলেন, আজ নিজের অভিনয় ও গানের কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন গান ‘আমি তোমায় দিলাম’।
নেটিজেনদের নজর কাড়ার ক্ষেত্রে সুবাহ কখনো পিছিয়ে থাকেন না। এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন, সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের কাছ থেকেও প্রেমের প্রস্তাব পেয়েছেন। সুবাহ বলেন, “অনেক নায়িকাই এমন প্রস্তাব পান, আমিও ব্যতিক্রম নই।”
এর পাশাপাশি তিনি ভবিষ্যতে সুগার মাম্মি হওয়ার ইচ্ছার কথাও মজা করে উল্লেখ করেছেন এবং বলেন, চল্লিশের পরও সে স্বপ্ন পূরণে একেবারে প্রস্তুত। আর সাথে প্রকাশ করেছেন, ভবিষ্যতে নিজেই সংসদ সদস্য হওয়ার ইচ্ছা রয়েছে।
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে দেশে যখন সব আলোচনা তুঙ্গে, সেই সময় তার এমপি হওয়ার ইচ্ছার ভিডিওটি আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটি শেয়ার করেছেন তার ভক্তরা, যারা আগামী নির্বাচনে সুবাহকে এমপি হিসেবে দেখতে চান। তবে সুবাহ এখনো প্রকাশ্যে বলেননি, সেই এমপি ও মন্ত্রীদের নাম যারা তার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সুবাহের ব্যক্তিত্ব ও খোলামেলা মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় তার আলোচনার ঝড় থামছেই না। আর এখনো তাঁর ভক্তরা মুখিয়ে আছেন কবে আসবে তার নতুন খবর।
ইউটি/টিএ