কুমিল্লায় বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। বুধবার (১ অক্টোবর) বিকেলে আদর্শ সদর উপজেলার কালিরবাজার থেকে পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় শুরু হয়।
পরবর্তীতে নগরীর রানীরবাজার, কান্দিরপাড়, মহেশাঙ্গন, মনোহরপুরের মন্দিরসমূহ পরিদর্শন করেন। এ সময় জেলা, মহানগর ও সদর দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন তা ধরে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সব সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।’ তিনি সব ধর্ম বিশ্বাসকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা হিন্দু-মুসলিম সামাজিক ও সাংস্কৃতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করে আসছি।
যে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। হিন্দুরা যাতে নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করতে পারে, সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা এই আসনের ১৩১টি মণ্ডপে নিরাপত্তার জন্য ছোট ছোট টিম করে দিয়েছি। তারা প্রতিনিয়ত পূজামণ্ডপে পাহারা দিচ্ছে।'
এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি হাজী সিদ্দিকুর রহমান, কুমিল্লা বাঁচাও মঞ্চের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মজুমদার, কুমিল্লা বাঁচাও মঞ্চের যুগ্ম আহ্বায়ক মইনুল হাসান রিপন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ২১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইকে/টিএ