সবকিছু খুলে বললে অনেকের প্যান্ট খুলে যাওয়ার পরিস্থিতি হতে পারে: ইশরাক হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে কিছুদিন ধরেই আলোচনা–সমালোচনায় মুখর দেশের ক্রিকেটাঙ্গন। এবার এ ইস্যুতে মুখ খুলেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বিসিবির নির্বাচন ইস্যুতে কথা বলেন তিনি।

ইশরাক লিখেন, ‘গত কয়েকদিন বিসিবি নির্বাচন নিয়ে অনেক কিছু বলার থাকলেও, নির্বাচনকে আরও প্রভাবিত না করার জন্য কোনো পাবলিক প্ল্যাটফর্মে কিছু লিখিনি। গণমাধ্যম যোগাযোগ করার চেষ্টা করলেও আমি কৌশলী ভূমিকায় ছিলাম। আজকে অল্প কয়েকটি কথা বলবো, কারণ ভিতরের-বাইরের সবকিছু খুলে বললে অনেকের পরনের প্যান্ট খুলে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে।’

তিনি বলেন, ‘বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার ছেলেরা ক্রিকেট বোর্ডে আসতে চেয়েছিলেন দেশ ও জাতিকে কিছু দেওয়ার উদ্দেশ্যে। আমাদের সকলের ভালোবাসা ও গৌরবের জায়গা ক্রিকেট। কিছু লোক এমনভাবে মন্তব্য করলো, যেন রাজনীতিবিদ অথবা তাদের পরিবারের সদস্যদের ক্রীড়া সংগঠক হওয়া হারাম। এ যেন বিশাল কোনো কেলেঙ্কারি-দুর্নীতি-আইনের লঙ্ঘন।’

নির্বাচন করতে চাওয়া প্রত্যেককে ভালোভাবেই চেনেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ক্রীড়া ক্ষেত্রে তাদের যথেষ্ট অবদান রয়েছে—তা সংগঠক হিসেবে অথবা অর্থায়নের মাধ্যমে। ক্লাবগুলো ওনাদের কাউন্সিলরশিপ দিয়েছে। সেখানে তাদের সংশ্লিষ্টতা খুঁজে বের করা খুবই সহজ।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে যাদেরকে আমরা কিংস পার্টি বলি, তাদের ইন্ধনে একজন উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে বিভিন্ন জেলায় তাদের দলের নির্বাচিত কাউন্সিলর নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য ডিসিদের অকথ্য ভাষায় হুমকিও প্রদান করেছেন উপদেষ্টা।’

পোস্টের শেষ কথা হিসেবে ইশরাক হোসেন লিখেন, ‘যে প্রার্থীরা একেকজন অত্যন্ত যোগ্য, শিক্ষিত, ক্রিকেটপ্রেমী এবং অত্যন্ত সক্ষম। তারা কেবল ক্রিকেটকে ভালোবাসেন এবং সার্বিকভাবে ক্রিকেটে অবদান রাখার সুযোগ চেয়েছিলেন—তা জাতীয় এবং জেলা পর্যায় পর্যন্ত। এনিওয়ে, নাথিং ইজ পার্মানেন্ট. বিশেষ করে একটি সম্পূর্ণ পূর্বনির্বাচনী পদ্ধতি ব্যবহার করে, নিজেদের কাউন্সিলর অন্তর্ভুক্ত করে এবং অন্যদের বৈধ কাউন্সিলরশিপ বাদ দিয়ে, বোর্ডে নিজেদের আধিপত্য কায়েম করতেই এত সব আয়োজন কিংস পার্টির তরফে সেই উপদেষ্টা করেছেন। কতটুকু সফল হবে এবং কতটুকু টিকে থাকবে- সবকিছু মাসের মধ্যে দেখা যাবে। এই নাটকের দ্বিতীয় পর্ব আসতে পারে আগামী বছর।’

১৭ বছর ধরে বিএনপির পরিবারের সদস্যরা ব্যবসা-বাণিজ্য, চাকরি অথবা অন্য যেকোনো পেশায় কেবল বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটাই দোষ ছিল—বিএনপির পরিবার হওয়া। এখন এই সরকারের এক বা একাধিক উপদেষ্টা ওই হাসিনার কথার হুবহু কপি করছে। তারা বলে: ‘বিএনপি লোকজন বিসিবিতে কী করে?’ বা ‘ক্রীড়াঙ্গনে বিএনপির কী কাজ? মহান আল্লাহ তায়ালা চাইলে বিসিবিতে ওনারা কী করেন এবং ওনাদের কাজ কি, তা নিকট ভবিষ্যতে দেখা যাবে।’

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার চারপাশ ঘিরে রেখেছে ইসরাইলি যুদ্ধজাহাজ Oct 02, 2025
নাকভি নতুন শর্ত দিলেন, ভারতের ট্রফি বিতরণে উত্তেজনা! Oct 02, 2025
ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে তামিমের প্রতিক্রিয়া! Oct 02, 2025
জুবিন গার্গের হাত ধরেই আলোচনায় অনন্ত জলিল! Oct 02, 2025
কণ্ঠ চেনা, চেহারা অচেনা- জুবিন গার্গের এই রহস্য কেন? Oct 02, 2025
কলকাতার পূজা অন্যরকম জয়ার চোখে! Oct 02, 2025
বিমানবন্দরে লোকসমাগম-জনদুর্ভোগ নিয়ে এম.এ মালিককে কড়া বার্তা বিএনপির Oct 02, 2025
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত জনগণের হাতে: বিএনপি Oct 02, 2025
'ক্রিকেটার ২০ জন খেলেও কোন অর্জন নাই, হাফেজরা বিশ্বজয় করছে' Oct 02, 2025
উৎসবের আনন্দে ভেদাভেদ নেই - নবমীতে হিন্দু ধর্মাবলম্বীদের মুখে খুশির জোয়ার Oct 02, 2025
আ.লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই | টাইমস ফ্ল্যাশ | ০১ অক্টোবর Oct 02, 2025
বিমানবন্দরে নেমেই কুরআন তিলাওয়াত করলেন বিশ্বজয়ী হাফেজ আনাস! Oct 02, 2025
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিষয়ে সরকারের পাল্টাপাল্টি অবস্থান Oct 02, 2025
কি কারণে ইলিয়াস, পিনাকী, কনক সারোয়ারের প্রস্তাব ফিরিয়ে দিলেন তারেক রহমান Oct 02, 2025
রোহিঙ্গা সংকট: সমাধান মিয়ানমারের ভেতরেই- সতর্কবার্তা জাতিসংঘের Oct 02, 2025
মনোনয়ন প্রত্যাহার, সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: ইয়াসির আব্বাস Oct 02, 2025
img
আলোনসোর সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ভালভার্দে Oct 02, 2025
img
ফিলিপাইনে ভূমিকম্পে প্রাণ গেল অন্তত ৬৯ জনের Oct 02, 2025
img
আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব ও তাসকিন Oct 02, 2025
img
এবার জেন-জি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো Oct 02, 2025