শারদীয় দুর্গোৎসবে গড়ে ওঠা সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ইতিবাচক বার্তা বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বুধবার (১ অক্টোবর) টাঙ্গাইল ও গাজীপুরের দুটি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন।
আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘পূজা মণ্ডপগুলোর নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরাই প্রাথমিক প্রতিরোধশক্তি। নিরাপত্তাজনিত শঙ্কা তৈরি হলে অন্যান্য বাহিনীর সঙ্গে তাৎক্ষণিক তথ্য বিনিময়ের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে সজাগ দায়িত্ব পালন করছেন, একই ধারা অব্যাহত থাকলে জাতীয় নির্বাচনেও ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। পূজাকে ঘিরে যে সমন্বিত ধারা তৈরি হয়েছে, তা নির্বাচনের জন্য এক ধরনের গ্রিন সিগন্যাল।’
প্রথমে আনসার-ভিডিপি মহাপরিচালক টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী দানবীর রণদাপ্রসাদ সাহা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি গাজীপুরের কালিয়াকৈরের শ্রী শ্রী সার্বজনীন গৌর হরি মন্দিরে যান। সেখানে তিনি উৎসবমুখর পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থার দৃঢ়তা প্রত্যক্ষ করেন এবং জনসাধারণের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, ‘জনগণের ঐক্য, প্রশাসনের সমন্বয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস দায়িত্ব পালনের কারণেই সব ধরনের গুজব ও ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে।’
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- আনসার ও ভিডিপির উপমহাপরিচালক মো. আশরাফুল আলম, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কালিয়াকৈর ইউএনও কাউছার আহাম্মেদ, কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং আনসার-ভিডিপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ইএ/টিএ