ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টির নিলামে সাকিব আল হাসানের পর দল পাননি তাসকিন আহমেদও।
আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর। তার আগে বুধবার (১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে বসেছে নিলাম। যার জন্য ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটাররা নিজেদের নাম নিবন্ধন করার সুযোগ পেয়েছিলেন। সেখানে নাম দিয়েছিলেন বাংলাদেশের সাকিব ও তাসকিন।
তবে দুজনের কাউকেই কোনো দল টানেনি। ফলে অবিক্রিত-ই থাকলেন তারা। নিলামে অবিক্রিত থাকলেন আলোচনায় থাকা ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও। ১ লাখ ২০ হাজার মার্কিন ডলারে তালিকাভুক্ত হয়েছিলেন তিনি। এদিকে সাকিব-তাসকিন দল না পেলেও আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই দল পেয়েছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তিনি খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
এবারের নিলাম থেকে ১৩ জন করে মোট ৭৮ জন ক্রিকেটার নিতে পারবে দলগুলো। নিলামে সবমিলিয়ে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পারবে প্রত্যেকটি দল। নতুন মৌসুমে সংযুক্ত আরব আমিরাতের জায়গায় আইএল টি-টোয়েন্টি সৌদি আরবে অনুষ্ঠিত হবে। আইএল টি-টোয়েন্টি এক বিবৃতিতে লিখেছে, ‘এসএসিএফ পুরুষ ও নারী উভয় বিভাগের জন্য ডিপি ওয়ার্ল্ড আইএল টি-টোয়েন্টিতেকে সৌদি আরবে আনুষ্ঠানিক টি-টুয়েন্টি লিগ হিসেবে অনুমোদন ও স্বীকৃতি দিয়েছে। এই মাইলফলক উপসাগরীয় অঞ্চলে ক্রিকেট বিস্তারে আইএলটি২০–এর প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'
ইউটি/টিএ