এই বছরের শুরুর দিকে আফগানিস্তান ক্রিকেট দল জিম্বাবুয়েতেই ছিল। ডিসেম্বরে যাওয়া সফরে ৩টি টি-২০, সমানসংখ্যক ওয়ানডে ও ২টি টেস্ট খেলে। ১০ মাসের ব্যবধানে আবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে তারা।
অক্টোবরের এবারের সফরে অনুষ্ঠিত হবে একটি টেস্ট ও ৩টি টি-২০।
বুধবার (১ অক্টোবর) জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
এবারের টেস্টটি হবে ২০১৮ সালে স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের ১১তম ম্যাচ। তারা এখন পর্যন্ত ভারত, আয়ারল্যান্ড, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে।
জিম্বাবুয়ে বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আফগানিস্তানকে আবার স্বাগত জানানোর সুযোগ পেয়ে খুশি। এবার একটি টেস্ট, পরে ৩টি টি-২০। দুই দেশের ম্যাচগুলো প্রতিযোগিতা এবং বিনোদনমূলক হয়ে উঠেছে। আমরা নিশ্চিত যে আসন্ন এই সফরটি আমাদের ভক্তদের জন্য একই রকম আরও কিছু উপহার দেবে।’
সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে, এরপর তিন টি-২০। টেস্টটি মাঠে গড়াবে ২০ অক্টোবর। টি-২০ ম্যাচগুলো যথাক্রমে ২৯ অক্টোবর, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর।
১০ মাস আগের তিন ফরম্যাটের সিরিজের সব কটিই আফগানিস্তান জিতেছিল; টি-২০ সিরিজটি ২-১, ওয়ানডে সিরিজটি ২-০ ও টেস্ট সিরিজটি ১-০ ব্যবধোনে।
এমআর