গত কয়েক মৌসুমে রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ একজনে পরিণত হয়েছেন ফেদেরিকো ভালভার্দে। চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা জিততে দলকে সহযোগিতা করেছেন। আস্থা অর্জন করে পেয়েছেন লস ব্লাঙ্কোদের নেতৃত্বের ভারও। অথচ ইনজুরি না থাকা সত্ত্বেও সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠেই নামানো হয়নি এ অধিনায়ককে।
গুঞ্জন উঠেছে, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে খেলার পজিশন নিয়ে কথা বলায় কোচের রোষানলে পড়েছেন উরুগুয়ের এ ফুটবলার। তিনি মন্তব্য করেছিলেন, ‘ফুলব্যাক হিসেবে খেলার জন্য আমার জন্ম হয়নি।’
নতুন কোচ শাবি আলোনসোর অধীনে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলছিলেন ভালভার্দে। তবে সাবেক কোচ কার্লো আনচেলত্তির অধীনে একাধিক পজিশনে খেলেছেন তিনি। এর মধ্যে একাধিক ম্যাচে খেলেছেন রাইট-ব্যাক পজিশনেও। আলেক্সান্দার-আর্নল্ডের ইনজুরি ও লাল কার্ডে দানি কার্ভাহাল নিষিদ্ধ হওয়ায় এ দুই ডিফেন্ডারের জায়গা পূরণে তিনি রাইট-ব্যাকে খেলবেন কিনা, ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে ‘ফুলব্যাক হিসেবে খেলার জন্য জন্ম হয়নি’ মন্তব্যটি করেছিলেন তিনি।
এরপর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে কাইরাতের বিপক্ষে তাকে শুরুর একাদশে দেখা যায়নি। এমনকি দ্বিতীয়ার্ধেও তাকে মাঠে নামানো হয়নি। অর্থাৎ পুরো ম্যাচই বেঞ্চে থাকতে হয়েছে তাকে। তাতে গুঞ্জন ওঠে, পছন্দের পজিশনের বাইরে খেলতে চাননি বলে ভালভার্দেকে মাঠে নামাননি আলোনসো।
স্পেনসহ ইউরোপের একাধিক সংবাদ মাধ্যমে এমন ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন ভালভার্দে নিজে। ২৭ বছর বয়সী এ ফুটবলার সামাজিক মাধ্যমে এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘একাধিক সংবাদে যা দেখেছি তা আমাকে আহত করেছে। আমি জানি, আমি খারাপ খেলছি, আমি সেটা নিয়ে অবগত। আমি লুকাচ্ছি না এবং নিজের চেহারা দেখাচ্ছি। আমি সত্যিই দুঃখিত। মানুষ আমাকে নিয়ে অনেক কিছুই বলতে পারে। কিন্তু কোনোভাবেই বলতে পারে না আমি (নির্দিষ্ট পজিশন ছাড়া) খেলতে না করেছি।’
কোচের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার গুঞ্জন নিয়ে ভালভার্দে বলেন, ‘কোচের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। তিনি আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন তাকে বলতে যে আমি মাঠে কোন পজিশনে খেলতে বেশি পছন্দ করি। কিন্তু আমি এটাও সবসময় পরিষ্কার করেছি, আমি যেকোনো ট্রিপে, যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত এবং সেটা সব ম্যাচেই।’
২০১৭ সালে যোগ দেওয়ার পর থেকে রিয়ালের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছেন ভালভার্দে। এই ক্লাবের হয়ে জিতেছেন লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক ট্রফি। লস ব্লাঙ্কো তার কাছে এক গর্বের নাম। ক্লাবটির সঙ্গে মিশে গেছে তার আত্মা। যেকোনো পরিস্থিতিতে তিনি এই ক্লাবের জন্য খেলতে প্রস্তুত। এখানে পজিশন নিয়ে মনোমালিন্যর প্রসঙ্গ আসে না বলেই জানান তিনি।
ভালভার্দে বলেন, ‘আমি আমার আত্মা এ ক্লাবের কাছে সপেছি দিয়েছি এবং আমি এটাই করে যাব, এমনকি যদি সেটা যথেষ্ট না হয় অথবা আমি যেভাবে পছন্দ করি সেভাবে যদি খেলতেও না পারি। আমি আমার গর্বের (ক্লাব) প্রতি শপথ করছি, আমি কখনো হাল ছাড়ব না এবং শেষ পর্যন্ত লড়াই করে যাব, যেকোনো পজিশনেই খেলে যাব।’
তবে ঠিক কী কারণে কাইরাতের বিপক্ষে তাকে খেলানো হয়নি, সেটি স্পষ্ট করেননি।
এমআর