আইএল টি-টোয়েন্টি

নিলামে অবিক্রিত অশ্বিন, শীর্ষ দাম পেলেন ক্যারিবীয় ব্যাটার

অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটাররাই কেবল বিসিসিআই থেকে বিদেশি লিগে খেলার অনুমোদন পায়। ভারতীয় ক্রিকেটকে বিদায় জানানোয় সেই দুয়ার খুলে যায় রবিচন্দ্রন অশ্বিনের সামনেও। এরপর সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে তার খেলা নিয়েও বেশ আলোচনা হয়েছিল। এমনকি আমিরাতের লিগটিতে সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার ডলার ভিত্তিমূল্য ধরা হয় অশ্বিনের।

অথচ ভারতীয় এই অলরাউন্ডারকে নেয়নি আইএল টি-টোয়েন্টির কোনো ফ্র্যাঞ্চাইজি। গতকাল (বুধবার) টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রথম ডাকে দল না পাওয়া অশ্বিন পরের এক্সিলারেটেড অকশনে ডাকই পাননি। ফলে ছয় অঙ্কের ভিত্তিমূল্যের তালিকায় থাকা একমাত্র ক্রিকেটার হিসেবে অবিক্রিত থাকেন তিনি। যদিও অশ্বিনের আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার খেলার দরজা একেবারেই বন্ধ হয়ে যায়নি। দল পেতে পারেন ওয়াইল্ড কার্ড ক্রিকেটার হিসেবে।



ইএসপিএন ক্রিকইনফো বলছে, ওয়াইল্ডকার্ড অপশন হিসেবে ডাক পেতে পারেন অশ্বিন। বিশেষ করে এমআই এমিরেটস ও ডেজার্ট ভাইপার্সের ওয়াল্ড কার্ড সাইনিং এখনও বাকি আছে। এবারের নিলামে ভাইপার্সই একমাত্র দল যারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনির্দিষ্টকালের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া বন্ধ রাখলেও, দেশটির ক্রিকেটার কিনেছে।

ফ্র্যাঞ্চাইজিটি দলে নিয়ে পাকিস্তানের তিনজনকে  ফখর জামান (৯৭ লাখ টাকা), নাসিম শাহ (৯৭ লাখ টাকা) ও হাসান নওয়াজ (সাড়ে ৪৮ লাখ টাকা)। এবারের আইএল টি-টোয়েন্টিতে নিলামে ওঠা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আন্দ্রে ফ্লেচার। তাকে ২ লাখ ৬০ হাজার (৩ কোটি ১৬ লাখ টাকা) ডলারে কিনেছে এমআই এমিরেটস। এ নিয়ে টানা চতুর্থ আসরে এই ক্যারিবীয় তারকা লিগটিতে দল পেয়েছেন। ফ্লেচারের কাছাকাছি পারিশ্রমিকে (২ লাখ ৫০ হাজার ডলার) দুবাই ক্যাপিটালস কিনেছে ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার স্কট কারিকে। এ ছাড়া আরেক ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডসনকে ১ লাখ ৭০ হাজার ডলারে গালফ জায়ান্টস এবং আফগান পেসার নাভিন-উল-হককে ১ লাখ ডলারে নিয়েছে এমআই এমিরেটস।

নিলামে আরব আমিরাতের পেসার জুনাইদ সিদ্দিকও চমক দেখিয়েছেন। তাকে ১ লাখ ৭০ হাজার ডলারে রাইট-টু-ম্যাচ কার্ডের ভিত্তিতে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্জ। তারই আরেক স্বদেশি মুহাম্মদ রোহিদ ১ লাখ ৪০ হাজার ডলারে এমআই এমিরেটসের স্কোয়াডে যুক্ত হয়েছেন। এ ছাড়া এবার বাংলাদেশ থেকে তিনজন দল পেয়েছেন ফ্র্যাঞ্চাইজি আইএল টি-টোয়েন্টিতে। সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলারে এমিরেটস, ৮০ হাজার ডলারে তাসকিন আহমেদকে নিয়েছে শারজাহ। এর আগে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দুবাই ক্যাপিটালস দলে নেয়।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
গাজাগামী ত্রাণবাহী নৌবহর আটক Oct 02, 2025
img
বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ফিফার মতবিরোধ Oct 02, 2025
img
নিউইয়র্কে বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ Oct 02, 2025
img
‘শাপলা প্রতীকে’ অটল এনসিপি, সংরক্ষিত তালিকা থেকে প্রতীক চাইতে বললো ইসি Oct 02, 2025
img
নির্বাচন বিশেষজ্ঞ ও নারী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে ইসি Oct 02, 2025
ছোট আনাকে মহাকাশে বিয়ের স্বপ্ন দেখছেন টম ক্রুজ! Oct 02, 2025
গাজা উপত্যকায় নোঙ্গরের অপেক্ষায় ফ্রিডম ফ্লোটিলার নৌযান Oct 02, 2025
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি মালয়েশিয়া ও তুরস্কের Oct 02, 2025
img
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে শঙ্কা বাড়ছে : জয়নুল আবদিন ফারুক Oct 02, 2025
img
বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লোরেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় Oct 02, 2025
img
পূজামণ্ডপে জামায়াতের আর্থিক অনুদান বিতরণ Oct 02, 2025
img
এখন আমি অনেক ভেবে-চিন্তে কাজ করি : পরী Oct 02, 2025
img
সৌদি আরবের ক্রাউন প্রিন্স আমাকে সুরক্ষা দেবেন : মেঘনা আলম Oct 02, 2025
img
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না: স্বাস্থ্য উপদেষ্টা Oct 02, 2025
img
শাকিবের নতুন সিনেমার আলোচনায় আমির খান Oct 02, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Oct 02, 2025
img
শহিদুল আলমের মিডিয়া ফ্লোটিলা অভিযানে ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের কৃতজ্ঞতা Oct 02, 2025
img
কোহলির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে নতুন তথ্য জানালেন ধাওয়ান Oct 02, 2025
img
নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার Oct 02, 2025
img
খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় হত্যাসহ ৩ মামলা Oct 02, 2025