প্রতিপক্ষের জালে গোল উৎসব যেন থামছেই না আর্জেন্টাইন যুবাদের। প্রথম ম্যাচে ৩ গোল, পরের ম্যাচে চার গোল। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে সাত গোল দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে রীতিমতো উড়ছে লিওনেল মেসির উত্তরসূরীরা। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে জায়গা পাকা করে নিয়েছে আলবিসেলেস্তে জুনিয়ররা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) চিলির ভালপারিসো স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার জালে দুই অর্ধে দুটি করে মোট চারবার বল জড়ায় আর্জেন্টিনা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে তারা কিউবাকে হারিয়েছিল ৩-১ ব্যবধানে।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল আর্জেন্টিনার। তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন আলেরজো সারকো। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টমাস পেরেজ। ২-০ গোলে এগিয়ে থেকে আত্মবিশ্বাস নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।
তবে বিরতি থেকে ফিরেই চমক দেখায় অজিরা। ৬৯ মিনিটে ড্যানিয়েল বিনি আর্জেন্টিনার জালে বল জড়ালে ম্যাচ হঠাৎ জমে ওঠে। গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়া। শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণের রুদ্ধশ্বাস লড়াই।
ম্যাচ যখন ২-১ ব্যবধানে ঝুলছে, ঠিক তখনই গোল শোধে মরিয়া হয়ে ওঠা অস্ট্রেলিয়া ম্যাচের একেবারে শেষদিকে পরপর দুটি গোল খেয়ে বসে। অতিরিক্ত হিসেবে দেয়া ছয় মিনিট যোগ করা সময়ের মধ্যে আর্জেন্টাইন যুবারা দুই গোল করে অস্ট্রেলিয়ার পরাজয় নিশ্চিত করে। ইনজুরি সময়ের তিন মিনিটে ইয়ান সুবাইব্রে এবং পাঁচ মিনিটে সান্তিনিও গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১।
এই জয়ের পর ‘ডি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান শীর্ষে। তাদের নকআউট পর্বে খেলা প্রায় নিশ্চিত। কারণ, ২৪ দলের এই আসর থেকে প্রত্যেক গ্রুপের সেরা দুটি করে ১২টি এবং তৃতীয় স্থানে থাকা ছয়টি দলের মধ্যে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকা ৪টি দলও দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পাবে। সে হিসাবে পরবর্তী ম্যাচ ড্র করলেও আর্জেন্টিনার কোনো চিন্তা নেই। আগামী শনিবার (৪ অক্টোবর) ইতালির বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে আকাশী-সাদারা।
এবি/টিকে