বলিউডের নতুন সম্ভাবনা নাওমিকা সারানের প্রতীক্ষিত ডেবিউ চলচ্চিত্রে এসেছে নতুন চমক। ‘দ্য আর্চিজ’-এর তারকা ভেদাং রাইনা এখন মূল পুরুষ চরিত্রে আগস্ত্য নন্দার স্থান নিয়েছেন। চলচ্চিত্রটি প্রযোজনা করছে ম্যাডক ফিল্মস, যারা নতুন প্রতিভাকে সমানভাবে প্রধান্যের সঙ্গে তুলে ধরার জন্য পরিচিত।
নাওমিকা সারান, যিনি কিংবদন্তি রাজেশ খন্নার নাতনি এবং অভিনেত্রী রিঙ্কে খন্নার কন্যা, তার অভিনয় জীবন শুরু করতে যাচ্ছেন এই ছবি দিয়ে। ইতিমধ্যেই তার ডেবিউ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নতুন এই জুটি ভেদাং এবং নাওমিকা দর্শকের কাছে নতুন প্রজন্মের কেমিস্ট্রি এবং প্রাণবন্ত অভিনয় আনার প্রতিশ্রুতি জোগাচ্ছে।
নাওমিকাকে ঘিরে আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে তার সুপারস্টার দাদুর সাথে মিল থাকা চেহারার কারণে। নতুন কাস্টিংয়ের মাধ্যমে ছবির উৎপাদন একটি সংশোধিত সময়সূচীতে শুরু হওয়ার কথা। এটি প্রত্যাশিত যে এই জুটি সমসাময়িক দর্শকের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।
ম্যাডক ফিল্মসের এই পদক্ষেপ আবারও প্রমাণ করে যে তারা নতুন প্রতিভাকে এগিয়ে আনার পাশাপাশি প্রধানধারার বিনোদনের সাথে ভারসাম্য রাখতে সক্ষম।
এমকে/এসএন