ফাঁকা ঢাকায় স্বস্তির চলাচল,নেই চিরচেনা যানজট

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলে ফাঁকা হয়ে গেছে ব্যস্ত শহর ঢাকা। দুর্গাপূজা শেষ হলেও আজও রাজধানীতে নেই চিরচেনা যানজট। চলাচলে ফিরেছে স্বস্তি। বাসেও নেই যাত্রীর চাপ, অটোরিকশা যেন বিমানের গতিতে চলছে গন্তব্যে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

ঢাকার প্রধান সড়কগুলোতেও ছিল একই চিত্র। রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, কাঁটাবন, শাহবাগ, মৎস্যভবন, প্রেসক্লাব, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটরসহ সব জায়গাতেই ছুটির স্পষ্ট প্রভাব রয়েছে।

যত্রতত্র গাড়ির সারি নেই, ট্রাফিক সিগন্যালে থেমে থাকার চাপ নেই, পথচারীদের ভিড়ও কম। বাসেগুলোতে যাত্রীর চাপ ছিল না। ফাঁকা সিট নিয়ে বাসগুলোকে স্ট্যান্ড ছাড়তে দেখা যায়।

মিরপুর-নিউ মার্কেট সড়কের ঠিকানা বাসের চালক আমজাদ হোসেন বলেন, গত দুই তিন ধরে যাত্রীর চাপ কম ছিল। ঢাকায় যাত্রী চাপ নেই। গতকালের তুলনায় আজ যাত্রী আরো কম। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে অনেকে ঢাকার বাইরে চলে গেছে। ঢাকা ফাঁকা হয়ে গেছে। যে রাস্তা দুই ঘণ্টা লাগতো, তা ৩০ মিনিটে চলে আসছি।

সরেজমিনে দেখা যায়, রাজধানী ট্রাফিক সিগন্যালগুলোতে আজ তেমন চাপ নেই। কোথাও দাঁড়াতে দেখা যায়নি। ম্যানুয়ালভাবে পরিচালিত ট্রাফিক সিগন্যালগুলো অনেকটাই ফাঁকা।

ট্রাফিক পুলিশ স্বস্তিতে সড়কে পাশে বসে থাকতে দেখা যায়। তবে বিজয় স্মরণীসহ বেশ কয়েকটি জায়গায় স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চলতে দেখা যায়। কিন্তু সিগন্যালের কারণে তেমন যানজটও দেখা যায়নি।

অটোরিকশা চালক মতিন বলেন, যানজটও নেই, যাত্রীও নেই। জুম্মার দিনে মানুষ বাহির হয় কম। আমরা বাহির না হলে খামু কী? আজকে অনেকটাই ঢাকা ফাঁকা।

যাত্রীরা জানান, বিভিন্ন সড়ক, টার্মিনাল, বাজার, এমনকি জনবহুল এলাকাগুলোতেও নেই সেই চিরচেনা ভিড়। শহরের গণপরিবহনগুলোতে যাত্রী সংখ্যা খুবই কম, অধিকাংশ বাসেই যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে যাচ্ছেন।

আবুল হোসেন নামে বাসের এক যাত্রী বলেন, আজ বাসে তেমন ভিড় ছিল না, তবে যাত্রীর জন্য প্রতিটি স্টপেজে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। কারণ, রাস্তায় যাত্রী নেই বললেই চলে। যাত্রী তুলতে বাসও অপেক্ষা করছে। আগে যাত্রী বাসের জন্য অপেক্ষা করতো, আজকে বাস যাত্রীর জন্য অপেক্ষা করছে।

ঢাকার ধানমন্ডি সাত মসজিদ সড়কটি সব সময় ব্যস্তময় সড়ক। সেখানে অনেক নামিদামি রেস্তোরাঁ রয়েছে। রয়েছে হাসপাতালেও। সেই ব্যস্ত সড়কেও আজ ফাঁকা দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ সড়কে আজ তেমন যাত্রী ছিল না। বাসের তেমন যাত্রীর চাপ ছিল না। সড়কে শুধু অটোরিকশার দাপট দেখা গেছে। যাত্রীরা অটোরিকশা করে গন্তব্যে যেতে দেখা যায়।

মোহাম্মদপুরের অটোরিকশা চালক জলিল মিয়া বলেন, আজ সকাল থেকে রাস্তা ফাঁকা দেখেছি। যানজট তো একেবারেই নেই। ঈদের সময় শুধু এমন খালি রাস্তা দেখা যায়। যাত্রী কম থাকায় তেমন ভাড়াও পাওয়া যায়নি।

টিজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত-শিবিরের অন্য দলে কর্মী যুক্ত করার নীতি বন্ধ করতে হবে : রাশেদ খান Oct 03, 2025
img
বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে যুবলীগ নেতা আটক Oct 03, 2025
img
থ্রি ইডিয়টসখ্যাত রাঞ্চোকে কেন আটক করলো ভারত সরকার? Oct 03, 2025
img
মহাসড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৩০ Oct 03, 2025
img
দীর্ঘ ৯ বছর পর দেশের মাটিতে রাহুলের সেঞ্চুরি Oct 03, 2025
img
ঢাকাই সাদা জামদানিতে ভক্তদের চমকে দিলেন সোনম কাপুর Oct 03, 2025
img
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি Oct 03, 2025
img
তারা যে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে সেটা দারুণ ব্যাপার: সাকিব Oct 03, 2025
img
জামায়াতের বিক্ষোভ মিছিল,বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার Oct 03, 2025
img
আখাউড়ায় বিশেষ অভিযানে ট্রেন থেকে চালসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ Oct 03, 2025
img
শুনেছি গ্রামীণ নামের প্রতিষ্ঠানগুলো ধুমায়ে কাজ পাচ্ছে : ইলিয়াস হোসাইন Oct 03, 2025
img
নোংরা রাজনীতির কারণে ফুটবলের উন্নয়ন থমকে ছিল: তাবিথ আউয়াল Oct 03, 2025
img
ফের ত্রাণবাহী নৌযান পাঠানোর ঘোষণা দিলো ফ্লোটিলা Oct 03, 2025
img
নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেল রংপুর Oct 03, 2025
img
'দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ট্রাইব্যুনাল' Oct 03, 2025
img
ঐতিহাসিক সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন ভারতে Oct 03, 2025
img
ঐশ্বরিয়া ও ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার ব্যাখ্যা দিলেন সালমান খান Oct 03, 2025
img
সুমুদ ফ্লোটিলায় ২৩ মালয়েশিয়ান আটক, মুক্তির জন্য সরকারের তৎপরতা Oct 03, 2025
img
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে অনিশ্চয়তার জন্য রাজনৈতিক দলগুলোও দায়ী : মোস্তফা ফিরোজ Oct 03, 2025
img
স্লোগান দেওয়া সেই ফারিয়ার পক্ষে কোর্টে লড়তে চান ফজলুর রহমান Oct 03, 2025