জনপ্রিয় সিরিজ পিকি ব্লাইন্ডার্স ফিরছে এক নতুন অধ্যায় নিয়ে। সিরিজটির স্রষ্টা স্টিভেন নাইট নিশ্চিত করেছেন, আসছে দুই মৌসুমব্যাপী সিক্যুয়েল সিরিজ।
নেটফ্লিক্স ও বিবিসির অনুমোদনে তৈরি হতে যাওয়া এ ধারাবাহিকে আবারও পাওয়া যাবে শেলবি পরিবারের গল্প।
স্টিভেন নাইট জানিয়েছেন, কাহিনির আবহ এবারও বর্মিংহামকে ঘিরে। তবে এবার কেন্দ্রবিন্দুতে থাকবে শেলবি পরিবারের নতুন প্রজন্ম। তার ভাষায়, “পিকি ব্লাইন্ডার্সের নতুন অধ্যায় ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। গল্পটি আগের মতোই বর্মিংহামে শেকড় গেড়ে থাকবে এবং দেখাবে কীভাবে শহরটি ব্লিটজের ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়াচ্ছে। নতুন প্রজন্মের শেলবিরা দায়িত্ব নিচ্ছে, আর এটি হবে দারুণ রোমাঞ্চকর এক যাত্রা"
ইএ/টিকে