চলতি মাসেই যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১৩ অক্টোবর। সে ম্যাচ সামনে রেখে শুক্রবার (৩ অক্টোবর) ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্ক্যালোনি। অধিনায়ক লিওনেল মেসিও আছেন এই দলে। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন এনজো ফার্নান্দেজ। এছাড়া দলে জায়গা পেয়েছেন ৩ নতুন মুখ।
বিশ্বকাপ বাছাইপর্ব শেষ, এবার আর্জেন্টিনার নজর বিশ্বকাপের মূল পর্বে। তারই ধারাবাহিকতায় এ মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার অ্যানিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো।
এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একমাত্র ম্যাচটি খেলেছেন ২০২২ সালের জুনে। বর্তমানে পালমেইরাসের হয়ে খেলছেন মিডফিল্ডার আনিবাল মরেনো। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে মাঝমাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেন মরেনা।
আর্জেন্টিনার দলের ২৮ জনের স্কোয়াড়:
গোলকিপার : এমিলিয়ানো মার্টিনেজ, হেরোনিমো রুল্লি, ওয়ালটার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস।
ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লেওনার্দো বালর্দি, নিকোলাস ওটামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, অ্যানিবাল মরেনো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গনসালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ।
এসএস/টিএ