টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন রোহিত শর্মা। ওয়ানডে থেকে এখনো অবসর না নেয়া ডানহাতি ব্যাটার খেলতে চান আরেকটি বিশ্বকাপ। যদিও রোহিতের বিশ্বকাপ খেলা এখনো নিশ্চিত নয়। কিছুদিন আগে থেকেই গুঞ্জন ছিল দুই ফরম্যাট থেকে অবসর নেয়া রোহিত অধিনায়কত্ব হারাতে পারেন ৫০ ওভারের ক্রিকেট থেকে। নতুন অধিনায়ক যাতে নিজের মতো করে দল গড়তে পারেন সেই লক্ষ্য ডানহাতি ব্যাটারকে সরিয়ে অধিনায়ককে দায়িত্ব দিতে চান নির্বাচকরা।
অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে ভারতের ক্রিকেট। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, রোহিতের বদলি হিসেবে ভারতের ওয়ানডে অধিনায়ক হতে যাচ্ছেন শুভমান গিল। ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলছে ভারত।
৪ অক্টোবর (শনিবার) টেস্ট অধিনায়ক গিল ও প্রধান কোচের সঙ্গে সাক্ষাৎকার করেছেন প্রধান নির্বাচক অজিত আগারকার। সেখানেই আনুষ্ঠানিকভাবে গিলকে ওয়ানডে দলের নেতৃত্ব নেয়ার কথা জানানো হয়েছে। ২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন গিল। টেস্ট এবং ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্বে আছেন ২৬ বছর বয়সি এই ব্যাটার।
এদিকে অধিনায়কত্ব হারালেও দল থেকে বাদ পড়ছেন না রোহিত। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন তিনি। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারই প্রথম ভারতের হয়ে খেলতে নামবেন সাবেক এই অধিনায়ক। ২০২১ সালের ডিসেম্বরে পূর্ণ মেয়াদে ভারতের ওয়ানডে অধিনায়ক হয়েছিলেন রোহিত। তাঁর নেতৃত্বে ৫৬ ম্যাচে ৪২ জয়ের বিপরীতে হেরেছে ১২টিতে। এ ছাড়া একটি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়েছে।
ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ২০১৮ সালে এশিয়া কাপ জিতিয়েছেন তিনি। তবে পূর্ণ মেয়াদে দায়িত্ব নিয়ে ২০২৩ সালে জিতিয়েছেন আরেকটি এশিয়া কাপ। এ ছাড়া রোহিতের নেতৃত্ব ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত। সবশেষ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছেন রোহিতরা। তবে ২০২৭ বিশ্বকাপে সুযোগ পেতে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলতে এবং পারফর্ম করতে হবে রোহিতকে।
এসএস/টিএ