একটা সময় রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেম ছিল টক অব দ্য টাউন। শুধু তাই নয়, মিডিয়া থেকে অনুরাগী সবার সামনে দুজনেই একেবারে খোলামেলাভাবে ভালোবাসা জাহির করতেন। তবে এরপর বেশ তিক্ততার সঙ্গেই তাদের সম্পর্কে ছেদ পড়ে।
শোনা যায়, দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ক্যাটরিনার সঙ্গে জড়িয়ে যান রণবীর।
যদিও পরবর্তীতে নিজেদের সমস্যা মিটিয়ে নেন রণবীর ও দীপিকা। এমনকী, কখনো অ্যাওয়ার্ড শো, বলিউড পার্টিতে তাদের একসঙ্গে দেখাও গিয়েছিল। এবার ফের মুম্বাই বিমানবন্দরে মুখোমুখি হলেন দুই প্রাক্তন।
সোশ্যালে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকা ধূসর রঙের কো-অর্ড সেট এবং সাদা জুতা পরে নিজের গাড়ি থেকে নামছেন।
এসময় তার পরনে ছিল গাঢ় সানগ্লাস এবং সঙ্গে ছিল একটা হ্যান্ডব্যাগ। এর কিছুক্ষণ পরেই কালো পোশাক পরে বিমানবন্দরে আসেন রণবীর কাপুর। পাপারাৎজিদের জন্য পোজ দেওয়ার পরে, তিনি হাত নেড়ে গেটের দিকে হেঁটে যান।
এরপর এয়ারপোর্টের গেট দিয়ে ঢোকার পরে ব্যাটারি গাড়িতে বসে থাকা দীপিকার দিকে তাকিয়ে হাত নাড়েন রণবীর।
একই গাড়িতে ওঠেন তারা। একে-অপরকে জড়িয়েও ধরেন। দুজনকে পাশাপাশি বসে কথা বলতেও দেখা যায়।
অন্য একটি ক্লিপে, দুজনে তাদের গন্তব্যে পৌঁছানোর পরে তারা একে-অপরকে আরও একবার জড়িয়ে ধরছেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তারা নিজেদের গাড়ির দিকে হেঁটে যান।
আলাদা হওয়ার আগে দুজনে দ্রুত আলিঙ্গন করেন।
‘বাচনা এ হাসিনো’-তে একসঙ্গে কাজ করার পরে প্রায় ২ বছর ডেট করেছিলেন দীপিকা এবং রণবীর। পরে, দীপিকা ২০১৮ সালে অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেছিলেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম দুয়া।
অন্যদিকে রণবীর ২০২২ সালের এপ্রিলে আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ওই একই বছর তাদের কোলজুড়ে আসে মেয়ে রাহা।
কাজের সূত্রে, রণবীরকে আগামীতে দেখা যাবে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে, যেখানে তার সঙ্গে রয়েছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। এছাড়াও নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ সাঁই পল্লবীর সঙ্গে দেখা যাবে। সর্বশেষ তাকে দেখা গেছে ‘অ্যানিমেল’ ছবিতে।
এদিকে দীপিকাকে দেখা যাবে আল্লু অর্জুনের সঙ্গে, অ্যাটলি কুমারের আসন্ন সিনেমাতে। এছাড়াও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ দেখা যাবে তাকে।
কেএন/টিএ