বলিউডের আলোচ্য বিষয়, স্টার কিড বনাম আউটসাইডার বিতর্ক নিয়ে জাহ্নবী কাপুর এক candid সাক্ষাৎকারে মন খুলে ভাবনা ব্যক্ত করেছেন। ফিল্মফেয়ারের সঙ্গে কথোপকথনে তিনি স্বীকার করেছেন যে, চলচ্চিত্র পরিবারে জন্ম নেওয়া স্টার কিডদের সুবিধা থাকলেও নতুন ও অবিভাবক পটভূমির অভিনয়শিল্পীদের সঙ্গে তাদের তুলনা করা যায় না।
জাহ্নবী বলেন, শিল্পীজীবনে সকলেরই চ্যালেঞ্জ থাকে, কিন্তু দর্শক ও সহকর্মীরা প্রায়শই স্টার কিডদের সংগ্রাম শোনার আগ্রহ দেখায় না। তিনি বলেন, আমাদের সুবিধা থাকা সত্ত্বেও কেউ শুনতে চায় না এবং এটি বৈধ। তাই আমরা অভিযোগ করার পরিবর্তে কৃতজ্ঞ থাকা উচিত।
তিনি আরও জানান যে, শিল্পজগতে বিভাজন পছন্দ নয়, তবে বুঝতে পারছেন কেন আউটসাইডারদের সংগ্রামের গল্প দর্শকদের বেশি ছুঁয়েছে। স্টার কিডদের জন্য এটি গুরুত্বপূর্ণ যে তারা তাদের সুবিধাগুলো স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করে, সহানুভূতি খোঁজার পরিবর্তে।
জাহ্নবীর এই সৎ বিবৃতিতে বলিউডের বিতর্কিত বিষয়টিতে নতুন দিক উন্মোচিত হয়েছে, যেখানে প্রিভিলেজের ভর এবং শিল্পীজীবনের সংগ্রামের সার্বজনীনতা দুটোই উঠে এসেছে।
এমকে/টিকে