কান্তারা চ্যাপ্টার ১ মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মন কাঁপাচ্ছেন রিষভ শেট্টির শক্তিশালী অভিনয়। তবে ছবির আরেকটি চমক হয়ে উঠেছেন রুক্মিণী ভাসন্ত। কানাকাভাথি চরিত্রে তাঁর উপস্থিতি প্রথমে সহায়ক মনে হলেও, ছবির দ্বিতীয়ার্ধে তার নাটকীয় পরিবর্তন দর্শকদের মুগ্ধ করেছে। এই চরিত্রের জটিলতা এবং রুক্মিণীর প্রাঞ্জল অভিনয় একসঙ্গে ছবির অন্যতম মনে রাখার মতো দৃশ্য সৃষ্টি করেছে।
অনেক উচ্চ বাজেটের ছবিতে নায়িকাদের পেছনে রাখা হলেও, কান্তারা চ্যাপ্টার ১ রুক্মিণীকে এমন একটি চরিত্র দিয়েছে যেখানে চরিত্রের গভীরতা স্পষ্ট। তিনি আত্মবিশ্বাস এবং বহুমুখী দক্ষতায় এই চরিত্রকে জীবন দিয়েছেন। দক্ষিণ ভারতের সিনেমা দর্শক এবং সমালোচকরা এই অভিনয়কে প্রশংসা করেছেন, যা রুক্মিণীর দ্রুত বর্ধনশীল তারকাখ্যাতিকে আরও শক্তিশালী করেছে।
এই সাফল্যের ধারাবাহিকতায় রুক্মিণী এবার জে আর এনটিআরের বিপরীতে প্রাশান্ত নীল পরিচালিত ড্রাগন ছবিতে অভিনয় করবেন। নীলের শক্তিশালী চরিত্র নির্মাণ এবং এনটিআরের সমগ্র ভারতীয় জনপ্রিয়তা বিবেচনায়, এই ছবি রুক্মিণীর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সাধারণভাবে বলা যায়, কান্তারা চ্যাপ্টার ১ শুধু রিষভ শেট্টির জন্যই নয়, রুক্মিণী ভাসন্তের জন্যও একটি ক্যারিয়ার-সংজ্ঞায়িত মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সিনেমায় তার নাম দ্রুত আলোচিত হচ্ছে, এবং দর্শকরা তাকে আরও বড় পর্দায় দেখার অপেক্ষায়।
এমকে/টিকে