অনলাইন একটিভিস্ট পিনাকী ভট্টাচার্য এবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে আবারও আলোচিত-সমালোচিত হচ্ছেন। যদিও স্ট্যাটাসটি তিনি কাকে উদ্দেশ্য করে দিয়েছেন তা জানার জন্য নিচে তার স্ট্যাটাসটি হুবহু দেওয়া হলো।
হাসিনা ফির্যা আসলে কারে কারে হাসিনা ডলা দিবে, এমন একটা পোষ্ট দিছিলাম গতকালকে। সেইখানে দেখি সুশান্ত কমেন্ট করিছে। ইংরেজিতে।
লিখিছে, ডোন্ট ওয়ারি, ইউ ইউল বি রিওয়ার্ডেড। মানে হইতেছে চিন্তা করিও না তুমি পুরষ্কৃত হইবে। ইংরেজিতে যেহেতু কছে, ঠিকই কছে।
সেই কমেন্টের নিচে বাকশালীগো উল্লাস। কেউ কয় আমারে দায়িত্ব দিয়েন। কেউ কয় আমি ওরে ছিড়ে ফেলামু। একের পর এক কমেন্ট। সুশান্তের সাহস দেইখ্যা তারা উৎসাহিত। আমিও চোদনা হইয়া গেলাম তাগোরে সাহস দেইখ্যা।
আমি সুশান্তরে রিপ্লাই দিলাম, সুশান্ত, কেমনে পুরষ্কৃত করবা, কাডাল রাণীরে লা / গাইতে দিয়া?
এক মিনিটও যায় নাই। কমেন্ট মুইছ্যা সুশান্ত ভাগিছে। আমারে যারা কয় গালাগালি না করতে। তাদের জন্য এইড্যা এড্যা উদাহরণ হইতে পারে। গালি যদি ফ্যাসিস্ট তাড়ায়, তাইলে গালিই ভালো। কী বলেন?
টিজে/টিকে